নকশবন্দীয়া-মোজাদ্দেদীয়া তরিকার শাজরায়ে মোবারকঃ অর্থাৎ; সিলসিলায় ৩৫জন বুজুর্গের নাম মোবারক
- ১. সারওয়ারে কায়েনাত, মোফাখ্খারে মওজুদাত, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মোস্তফা (দঃ)।
- ২. আমিরুল মুমেনীন হযরত আবুবকর সিদ্দীক (রাঃ)।
- ৩. হযরত ছালমান ফারছী (রাঃ)।
- ৪. হযরত কাছেম ইবনে মোহাম্মদ বিন আবুবকর সিদ্দীক (রাঃ)।
- ৫. হযরত জাফর ছাদেক (রাঃ)।
- ৬. হযরত বায়েজীদ বোস্তামী (কুঃছেঃআঃ)।
- ৭. হযরত আবুল হোসেন খেরকানী (কুঃছেঃআঃ)
- ৮. হযরত আবু আলী ফারমুদী তুসী (কুঃছেঃআঃ)।
- ৯. হযরত খাজা আবু ইয়াকুব ইউসুফ হামদানী (রঃ)।
- ১০. হযরত খাজায়ে খাজেগান আব্দুল খালেক আজদেনানী (রাঃ)।
- ১১. হযরত শাহ খাজা মাওলানা আরিফ রেওগিরী (রঃ)।
- ১২. হযরত খাজা মাহমুদ আনজীর (রঃ)
- ১৩. হযরত খাজা শাহ্ আজীজানে আলী আররামায়তানী (কুঃছেঃআঃ)।
- ১৪. হযরত খাজা মাওলানা মোহাম্মদ বাবা ছাম্মাছী (কুঃছেঃআঃ)।
- ১৫. হযরত শাহ্ আমীর সৈয়দ কালাল (রঃ)।
- ১৬. শামসুল আরেফিন হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ (রঃ)।
- ১৭. হযরত আলাউদ্দিন আত্তার (রঃ)।
- ১৮. হযরত মাওলানা ইয়াকুব চরখী (রঃ)।
- ১৯. হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার (রঃ)।
- ২০. হযরত শাহ্সূফী জাহেদ ওয়ালী (রঃ)।
- ২১. হযরত শাহ্ দরবেশ মোহাম্মদ (রঃ)।
- ২২. হযরত মাওলানা শাহসূফী খাজেগী এমকাঙ্গী (রঃ)।
- ২৩. হযরত খাজা মোহাম্মদ বাকীবিল্লাহ (কুঃছেঃআঃ)।
- ২৪. ইমামে রাব্বানী, কাইউমে জামানী, গাউছে ছামদানী, রাফিউল মাকানী, হযরত শায়খ আহমদ ছিরহিন্দী, মুজাদ্দেদ আলফেসানী (রাঃ) ছাহেব।
- ২৫. হযরত শেখ সৈয়দ আদম বিন্নুরী (কুঃছেঃআঃ)।
- ২৬. হযরত ছৈয়দ আবদুল্লাহ আকবরাবাদী (রঃ)।
- ২৭. হযরত মাওলানা শেখ আবদুর রহীম মোহাদ্দেছ দেহলভী (রঃ)।
- ২৮. হযরত মাওলানা শাহ্ অলীউল্লাহ মোহাদ্দেছ দেহলভী (কুঃছেঃআঃ)।
- ২৯. হযরত মাওলানা শাহ্ আবদুল আজিজ দেহহলভী (কুঃছেঃআঃ)।
- ৩০. হযরত শাহ্ সৈয়দ আহমদ ব্রেলভী (কুঃছেঃআঃ)।
- ৩১. হযরত সূফী নূর মুহাম্মদ নিজামপুরী (রঃ)।
- ৩২. হযরত মাওলানা শাহসূফী ফাতেহ আলী (কুঃছেঃআঃ)।
- ৩৩. কুতুবুল এরশাদ হযরত মাওলানা শাহ্সূফী ওয়াজেদ আলী (রঃ)।
- ৩৪. আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল, খাজায়েনে রহমত, হযরত খাজা শাহ্সূফী মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ)।
- ৩৫. আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল, মুজাদ্দেদ জামান, হযরত মাওলানা শাহ্সূফী হাশমতউল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেব।
→ পীরের প্রতি মুরিদের আদব সর্ম্পকে মোজাদ্দেদ আলফেছানী রা: এর উপদেশ