রহমতের গজলঃ
ভব হাটেতে হাটক কিনতে এসে,
চিনতে না পারিলি পিতলও ক্যামিকেলও।
বাহিরের রূপে ধাঁধা লাগিলরে,
তুই মজিলি মাকাল দেখি ভেলও।
যদি ঠকিতে না চাও হাটে এসে,
বসো গুরুর নিকটে যেয়ে ঘেষে,
হ্রদে আকো সেই মহা উপদেশ,
মনে মুখে মোহাম্মদ শব্দ বলো।
যাবে ধাঁধা ছুটে দ্বিব্য চক্ষু পাবে,
বাহিরের রূপে ভ্রম না জন্মিবে,
আশু তত্ব যত সব প্রকাশিবে,
তোরে কে ঠকাবে মদিনায় চলো।
গুপ্ত তত্ত্ব সবি আশু প্রকাশিবে
মনে মুখে মুহাম্মদ শব্দ বলো।
~ বিশ্বওলি শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)।