রহমতের গজলঃ
দারুল বাকায় যাইবেন গো
কে জানে দয়াল মোদেরে ছাড়িয়া
দারুল বাকায় যাইবেন গো
সহেনা সহেনা
বিরহ বেদনা
কেমনে সহিবো গো
সহেনা সহেনা
বিরহ বেদনা
কেমনে সহিবো গো
কে জানে দয়াল মোদেরে ছাড়িয়া
দারুল বাকায় যাইবেন গো
নিশি শেষও কালে
মুরিদও বেদনায়
হু হু করে কে আর
কদিবেন গো…
নিশি শেষও কালে
মুরিদও বেদনায়
হু হু করে কে আর
কদিবেন গো…
সোনার তনু কংকালসারও
আর কে করিবেন গো…
কে জানে দয়াল মোদেরে ছাড়িয়া
দারুল বাকায় যাইবেন গো
সহেনা সহেনা
বিরহ বেদনা
কেমনে সহিবো গো
কে জানে দয়াল মোদেরে ছাড়িয়া
দারুল বাকায় যাইবেন গো
ও চাঁদও বদনে
কে সে মোদেরে
বাবা বাবা বলে
ডাকিবেন গো
ও চাঁদও বদনে
কে সে মোদেরে
বাবা বাবা বলে
ডাকিবেন গো
সোনার তনু কংকালসারও
আর কে করিবেন গো…
কে জানে দয়াল মোদেরে ছাড়িয়া
দারুল বাকায় যাইবেন গো
সহেনা সহেনা
বিরহ বেদনা
কেমনে সহিবো গো
কে জানে দয়াল মোদেরে ছাড়িয়া
দারুল বাকায় যাইবেন গো…
বিনীত,
বিশ্ব জাকের মঞ্জিল