রহমতের গজলঃ গাও‌ রে মুস‌লিম গনও নবী গুণও গাও‌রে

রহমতের গজলঃ

গাও‌ রে মুস‌লিম গনও নবী গুণও গাও‌রে,
পরাণ ভ‌রিয়া স‌বে সা‌ল্লোআলা গাও রে।

‌যে দে‌শে যে ভে‌সে যাও‌রে নবী গুন গাও রে,
পরাণ ভ‌রিয়া স‌বে সা‌ল্লেআলা গাও রে।

ডাকো রে জা‌কের গনও নবী‌জিরে ডাকো,
ডাকো রে আশেক গনও নবীজিরে ডাকো,
রহমা‌তাল্লিল আলামিন নাম ধ‌রিয়া ডাকো,

‌যে ম‌ইজাছে এশ‌কে নবীর কিবা তা‌রো যাতনা,
তড়াই‌বেন রাসূলুল্লাহ নাহি তার ভাবনা।

নবীর এশ‌কের তীর ক‌লি‌জায় বিধিলো যারো,
‌ছে‌ড়ে দি‌ছে বা‌ড়ি-ঘরও, সার কইরাছে রোধ‌নো।

নবীর প্রেম হৃদে সদা জ্ব‌লে যা‌রো,
কিবা মরনো সমনো ভয় তা‌রো।

নবীর প্রেম সুধা পান কর স‌বে,
মন বেদনা যাতনা জুরাই‌বে।

খোদা প্রা‌প্তি তোর লাভও হ‌বে,
নবী পদও বি‌নে ভাবও সবই মি‌ছে,
ইয়‌া রাহমাতা‌ল্লিল আল-আমিন।

বিনীত,
বিশ্ব জাকের মঞ্জিল

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel