হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) মওলা আলীকে রাসুল (সাঃ) যে সমস্ত উপাধীতে ভুষিত করেছিলেন!

মওলা আলীকে রাসুল (সাঃ) যে সমস্ত উপাধীতে ভুষিত করেছিলেন!

মওলা আলীকে রাসুল (সাঃ) যে সমস্ত উপাধীতে ভুষিত করেছিলেন!

রাসুল পাক (সাঃ) হযরত মওলা আলী (আঃ) কে যে সমস্ত উপাধীতে ভুষিত করেছিলেন তা নিম্নে তুলে ধরা হলোঃ

১/ সিদ্দিক।

সূত্র: “কানজুল উম্মাল, ১৩তম খন্ড, পাতা-১২৪।)”

২/ সিদ্দিকে আকবর।

সূত্র: “সুনানে ইবনে মাজাহ, ১ম খন্ড, পাতা-৪৪, অধ্যায়-১১, হাদিস: ১২০।, ফারায়েদুস সিমতাইন, ১ম খন্ড, পাতা-২৪৮, অধ্যায়-৪৮, হদিস: ১৯২।”

৩/ সাইয়েদুল আরব।

সূত্র: “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৬১, হাদিস: ৭৮৭-৭৯২।, সাওয়ায়েকে মোহরেকা, ৪র্থ খন্ড, পাতা-১৮৮।, আশারায়ে মোবাশশারা, পাতা-১৯৬ (বাংলায় অনুদিত)।”

৪/ সাইয়েদুল মুসলিমিন ও ইমামুল মুত্তাক্কিন।

সূত্র: “ফারায়েদুস সিমতাইন, ১ম খন্ড, পাতা-১৪৩, অধ্যায়-২৫, হদিস: ১০৭।, আশারায়ে মোবাশশারা, পাতা-১৯৭ (বাংলায় অনুদিত)।”

৫/ ইযা’সুবুল মু’মিনিন (মু’মিনদের আবর্তনের কেন্দ্রবিন্দু), রাঈসুল মু’মিনিন (অনুসরনের ক্ষেত্র)।

সূত্র: “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৬০, হাদিস: ৭৮৫।, কানজুল উম্মাল, ১ম খন্ড, পাতা-১৯।, এবং সাওয়ায়েকে মোহরেকা, পাতা-১৯৩, হাদিস: ৩৭।”

৬/ সাইয়েদুল মু’মিন ও ইমামুল মুত্তাক্কিন এবং ক্কাইয়েদুল গাররিল মোহাজ্জালীন (কিয়ামতের দিন মুখোজ্জল চেহারাধারীদের নেতা ও অগ্রদুত)।

সূত্র: “ফারায়েদুস সিমতাইন, ১ম খন্ড, পাতা-১৪১, অধ্যায়-২৫, হদিস: ১০৪।”

৭/ আমিরুল মু’মিনিন।

সূত্র: তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৬০, হাদিস: ৭৮৩।”

৮/ সাইয়েদুল শাবাবি আহলিল জান্নাত।

সূত্র: “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৬০, হাদিস: ৭৮৬।”

৯/ খাইরুল বারিয়্যাহ অর্থাৎ সর্বোত্তম সৃষ্টি)।

সূত্র: “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-৪৪২, হাদিস: ৭৫৮।, ফারায়েদুস সিমতাইন, ১ম খন্ড, পাতা-১৫৪, ১৫৬, অধ্যায়-৩১, হাদিস: ১১৬, ১১৮।”

১০/ আল্লাহর হুজ্জাত (আল্লাহর প্রমান)

সূত্রঃ “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৭৩, হাদিস: ৮০০-৮০৪।, আশারায়ে মোবাশশারা, পাতা-১৯৭ (বাংলায় অনুদিত)।, মানাকেব ইবনে মাগাজেলী, পাতা-৪৫, হাদিস: ৬৭।”

এছাড়াও রাসূল (সাঃ) হযরত মাওলা আলীকে আরো বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন। তা হচ্ছেঃ শেরে খোদা, ফারুকে আযম, আসাদুল্লাহ ও মুরতাজা।