মওলা আলীকে রাসুল (সাঃ) যে সমস্ত উপাধীতে ভুষিত করেছিলেন!
রাসুল পাক (সাঃ) হযরত মওলা আলী (আঃ) কে যে সমস্ত উপাধীতে ভুষিত করেছিলেন তা নিম্নে তুলে ধরা হলোঃ
১/ সিদ্দিক।
সূত্র: “কানজুল উম্মাল, ১৩তম খন্ড, পাতা-১২৪।)”
২/ সিদ্দিকে আকবর।
সূত্র: “সুনানে ইবনে মাজাহ, ১ম খন্ড, পাতা-৪৪, অধ্যায়-১১, হাদিস: ১২০।, ফারায়েদুস সিমতাইন, ১ম খন্ড, পাতা-২৪৮, অধ্যায়-৪৮, হদিস: ১৯২।”
৩/ সাইয়েদুল আরব।
সূত্র: “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৬১, হাদিস: ৭৮৭-৭৯২।, সাওয়ায়েকে মোহরেকা, ৪র্থ খন্ড, পাতা-১৮৮।, আশারায়ে মোবাশশারা, পাতা-১৯৬ (বাংলায় অনুদিত)।”
৪/ সাইয়েদুল মুসলিমিন ও ইমামুল মুত্তাক্কিন।
সূত্র: “ফারায়েদুস সিমতাইন, ১ম খন্ড, পাতা-১৪৩, অধ্যায়-২৫, হদিস: ১০৭।, আশারায়ে মোবাশশারা, পাতা-১৯৭ (বাংলায় অনুদিত)।”
৫/ ইযা’সুবুল মু’মিনিন (মু’মিনদের আবর্তনের কেন্দ্রবিন্দু), রাঈসুল মু’মিনিন (অনুসরনের ক্ষেত্র)।
সূত্র: “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৬০, হাদিস: ৭৮৫।, কানজুল উম্মাল, ১ম খন্ড, পাতা-১৯।, এবং সাওয়ায়েকে মোহরেকা, পাতা-১৯৩, হাদিস: ৩৭।”
৬/ সাইয়েদুল মু’মিন ও ইমামুল মুত্তাক্কিন এবং ক্কাইয়েদুল গাররিল মোহাজ্জালীন (কিয়ামতের দিন মুখোজ্জল চেহারাধারীদের নেতা ও অগ্রদুত)।
সূত্র: “ফারায়েদুস সিমতাইন, ১ম খন্ড, পাতা-১৪১, অধ্যায়-২৫, হদিস: ১০৪।”
৭/ আমিরুল মু’মিনিন।
সূত্র: তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৬০, হাদিস: ৭৮৩।”
৮/ সাইয়েদুল শাবাবি আহলিল জান্নাত।
সূত্র: “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৬০, হাদিস: ৭৮৬।”
৯/ খাইরুল বারিয়্যাহ অর্থাৎ সর্বোত্তম সৃষ্টি)।
সূত্র: “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-৪৪২, হাদিস: ৭৫৮।, ফারায়েদুস সিমতাইন, ১ম খন্ড, পাতা-১৫৪, ১৫৬, অধ্যায়-৩১, হাদিস: ১১৬, ১১৮।”
১০/ আল্লাহর হুজ্জাত (আল্লাহর প্রমান)
সূত্রঃ “তারিখে দামেশক, ২য় খন্ড, পাতা-২৭৩, হাদিস: ৮০০-৮০৪।, আশারায়ে মোবাশশারা, পাতা-১৯৭ (বাংলায় অনুদিত)।, মানাকেব ইবনে মাগাজেলী, পাতা-৪৫, হাদিস: ৬৭।”
এছাড়াও রাসূল (সাঃ) হযরত মাওলা আলীকে আরো বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন। তা হচ্ছেঃ শেরে খোদা, ফারুকে আযম, আসাদুল্লাহ ও মুরতাজা।