মাওলা আলী (আঃ) এর ৩৫টি ফযিলত।
১/ কাবা ঘরে জন্ম গ্রহন করেছেন কে?
= হযরত আলী (আঃ)
২/ সর্ব প্রথম (পুরুষ) ঈমান এনেছেন কে?
= হযরত আলী (আঃ)
৩/ সর্ব প্রথম যুদ্ধ করেছেন কে?
= হযরত আলী (আঃ)
৪/ ইসলামের যোদ্ধা হয়েছেন কে?
= হযরত আলী (আঃ)
৫/ ইসলামের বিজয় দিয়েছেন কে?
= হযরত আলী (আঃ)
৬/ বদরের যুদ্ধে বীরের মত লড়েছেন কে?
= হযরত আলী (আঃ)
৭/ নবী (সঃ)-এর সন্ধিপত্র লিখেছেন কে?
= হযরত আলী (আঃ)
৮/ হিজরতের রাতে বিছানায় শুয়েছেন কে?
= হযরত আলী (আঃ)
৯/ নবী (স.) আমানত রেখে গেলেন কার কাছে?
= হযরত আলী (আঃ) এর কাছে।
১০/ রাসূল সাঃ নিজের খলিফা বানালেন কাকে?
= আলী (আঃ) কে।
১১/ কাবা ঘরের মূর্তি ভেঙ্গেছেন কে?
= হযরত আলী (আঃ)
১২/ সূরা বারাআতের প্রচার করেন কে
হযরত আলী (আঃ)।
১৩/ “হারুনের ন্যায়” নবী (স.) বলেছেন কাকে?
= হযরত আলী (আঃ) কে।
১৪/ আল্লাহ বিজয় দিয়েছেন কাকে?
= হযরত আলী (আঃ) কে।
১৫/ জান্নাত জাহান্নামের মাপ কাঠি কে?
= হযরত আলী (আঃ)
১৭/ কাওছারের পানি পান করাবে কে?
– হযরত আলী (আঃ)
১৮/ সত্য কার সাথে আর সত্যের সাথে কে?
= হযরত আলী (আঃ)
১৯/ ন্যায় কার সাথে আর ন্যায়ের সাথে কে?
= হযরত আলী (আঃ)
২০/ ন্যায় অন্যায়ের মাপকাঠি কে?
= হযরত আলী (আঃ)
২১/ ইসলাম বাঁচিয়েছে কার বংশ?
= হযরত আলী (আঃ) এর।
২২/ কার ভালোবাসা ঈমানের অংশ?
= হযরত আলী (আঃ) এর।
২৩/ কার শত্রুতা মোনাফিকের চিহ্ন?
= হযরত আলী (আঃ) এর।
২৪/ নাজাতের তরী কে?
= হযরত আলী (আঃ)
২৫/ জান্নাতের নেতাদের পিতা কে?
= হযরত আলী (আঃ)
২৬/ খায়বারের দ্বার তুলেছেন কে?
= হযরত আলী (আঃ)
২৭/ নবী (স.) কুল্লে ঈমান বলেছেন কাকে?
= হযরত আলী (আঃ) কে।
২৮/ মুশরিকদের হত্যা করেছেন কে?
= হযরত আলী (আঃ)
২৯/ ইসলামের পতাকা উত্তালোন করেছেন কে?
= হযরত আলী (আঃ)
৩০/ নবিজি শিক্ষার দ্বার বলেছেন কাকে?
= হযরত আলী (আঃ)
৩১/ রাসূল (সঃ) কার কোলে মাথা রাখতেন?
= হযরত আলী (আঃ) এর।
৩২/ কাকে দোষারোপ করলে রাসূল (সঃ) কে দোষারোপ করা হয়?
= হযরত আলী (আঃ) কে।
৩৩/ রাসূল (সঃ) কার আদেশ শুনতে বলেছেন?
= হযরত আলী (আঃ) এর।
৩৪/ রাসূল (সঃ) এর মনোনীত আধ্যাত্মিক উওরাধীকার কে?
= হযরত আলী (আঃ)
৩৫/ রাসূল (সঃ) কাকে ভাই বলে সম্বর্ধনা করেছেন?
= হযরত আলী (আঃ) কে।