মাওলা আলীর শান-মান: পর্ব-৭

মাওলা আলীর শান-মান: পর্ব-৭

মাওলা আলীর অসাধারণ শান-মান (ধারাবাহিক পর্ব নং-৭)।

দয়াল রাসূল পাক (সাঃ) বলেনঃ إنَّ عَلِيّاً وَلِيُّكُمْ بَعْدِي.

“নিশ্চয় আলী আমার পরে তোমাদের অভিভাবক।”

(কানযুল উম্মাল ১১:৬১২/৩২৯৬৩,আল ফেরদৌস ৫:২৯২/৮৫২৮)

দয়াল রাসূল পাক (সাঃ) মুসলিম জাতির মুক্তির জন্য মাওলা আলীকে অভিভাবক নিযুক্তি করে যান। যাতে মুসলিম জাতি কখনো বিপদগামী এবং পথভ্রষ্ট না হয়। মাওলা আলীর কদম আঁকড়ে ধরাই মুমিন মুসলমানদের ইবাদত। মাওলা আলীর কদমেই মুসলিম জাতির একমাত্র বৈধ মুক্তির পথ। নচেৎ কেয়ামত পর্যন্ত ইবাদত করলেও, আল্লাহর দরবারে সেই ইবাদত নিষ্ফল। মাওলা আলী সমগ্র সৃষ্টিকূলের অভিভাবক। তাই যুগে যুগে সকল নবী-রাসূল, সাহাবী এবং অলী আল্লাহগণ মাওলা আলীকে অভিভাবক মেনে নিয়েই আল্লাহর সন্ধান পেয়েছেন এবং দয়াল রাসূল (সাঃ) এর সন্তুষ্টি অর্জন করেছেন। মাওলা আলীর কদম ভিক্ষা ছাড়া কেউ নবী-রাসূল, সাহাবী, অলী আল্লাহ এবং মুমিন হতে পারেনি এবং কেয়ামত পর্যন্ত আর কেউ হতে পারবে না।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।

মাওলা আলীর শান-মান (সকল পর্ব)

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel

Comments

Please enter your comment!
Please enter your name here