জান্নাত বাসীনিদের সর্দার ও নেত্রী: মা ফাতিমা (আঃ)

জান্নাত বাসীনিদের সর্দার ও নেত্রী: মা ফাতিমা (আঃ)

ফাতিমা (আঃ) জান্নাতের রমনীদের নেত্রী এ সম্পর্কিত হাদীস বর্ণিত হয়েছে-

১/ ফাতিমা এই উম্মতের নারীদের সর্দার,
২/ ফাতিমা সমস্ত মোমেনা নারীদের সর্দার,
৩/ ফাতিমা ত্রিভূবনের নারীদের সর্দার।

দেখুনঃ সহিহ আল বুখারী কিতাবুল বাদায়াল খালক, মুসনাদে আহমদ বিন হাম্বল খাসায়েসে নেসাশী, সহিহ মুসলিম ফাযায়েলুয যাহরা অধ্যায়, মুস্তাদরকে হাকিম ইত্যাদি। (আল খাসায়েসে নেসানী পৃঃ৩৪, মুসনাদে আহমদ খন্ডঃ৬ পৃঃ৩৮২, মুস্তাদরক খন্ডঃ৩ পৃঃ১৫১, হুলিয়াতুল আউলিয়া খন্ডঃ২ পৃঃ ৩৯)।

দ্রঃ হাদীসগুলো প্রমাণ করে মাতাজি ফাতিমাতুজ যাহরা (আঃ) আদি হতে অন্ত সকল নারীদের সর্দার।

ফাতিমাতুজ যাহরার শানে মহানবী (সাঃ)ইরশাদ ফরমান-

১/ ফাতিমা আমারি একটি টুকরো, যে তাকে অসন্তুষ্ট করিলো সে আমাকেই অসন্তুষ্ট করিলো। (সহিহ বুখারী কিতাবুল বাদায়াল খালক)।

২/ নিঃসন্দেহে ফাতিমা আমার টুকরো, যে তাকে অতিষ্ঠ করিলো সে আমাকেই অতিষ্ঠ করিলো। এবং যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। (মুসনাদে আহমদ খঃ৪ পৃঃ৩২৮)।

৩/ নিঃসন্দেহে ফাতিমা আমার টুকরো, সে আমাকে কষ্ট দেয় যে ফাতিমাকে কষ্ট দেয়, এবং সে আমার সঙ্গে শত্রুতা রাখে, যে তার (ফাতিমার) সঙ্গে শত্রুতা রাখে। (মুসনাদে আহমদ খঃ৪ পৃঃ৫)।

৪/ ফাতিমা আমার অস্তিত্বের অংশবিশেষ, যে সমস্ত কারনে তিনি অসন্তুষ্ট হন, সেগুলি আমার অসন্তুষ্টির কারন। এবং যার দ্বারা তিনি খুশি হোন আমিও তাতে খুশি হই। ( আল মুস্তাদরক খঃ৩ পৃঃ ১৫৮ ও মুসনাদে আহমদ খঃ৪ পৃঃ ৩২৩)।

৫/ নিঃসন্দেহে আল্লাহ ফাতিমার রাগে রাগান্বিত হন, এবং তার খুশিতে খুশি হন। (মুস্তাদরক খঃ৩ পৃঃ ১৫৩, কানযুল উম্মাল খঃ১৩ পৃঃ ৬৭৪ এবং খঃ ১২ পৃঃ ১১১)।

৬/ নিঃসন্দেহে ফাতিমা আমার টুকরো, সে আমাকে কষ্ট দেয় যে ফাতিমাকে কষ্ট দেয়। (সহিহ মুসলিম বাবে মানাকেবে ফাতিমা)।

উপরোক্ত হাদীসগুলো থেকে স্পষ্ট হয় যে ফাতিমা (আঃ) কে কষ্ট দেয়া আল্লাহ ও তার প্রিয় হাবিরের অসন্তুষ্টির কারন।

নিবেদক- ফখরুল ইসলাম জয়

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel