হোমপেজ সকল দলিল হযরত মুসা (আঃ) কর্তৃক আজরাইলকে থাপ্পর মারার ঘটনা!

হযরত মুসা (আঃ) কর্তৃক আজরাইলকে থাপ্পর মারার ঘটনা!

478
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

হযরত মুসা (আঃ) কর্তৃক আজরাইলকে থাপ্পর মারার ঘটনা!

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মাউত (জান কবজকারী ফেরেশতা) কে মূসা (আঃ) এর নিকট প্রেরণ করা হল। তিনি যখন এলেন তখন মূসা (আঃ) তাকে জোরে থাপ্পড় মারলেন। যার ফলে মালাকুল মাউতের চক্ষু বের হয়ে পড়ল।

তখন তিনি আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, আপনি আমাকে এমন বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মওত চান না। আল্লাহ তাআলা তখন (নিজ কুদরতে) তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আবার যাও এবং তাকে বল-আপনি একটি ষাড়ের পিঠে হাত রাখুন। ঐ হাতের নিচে যত পশম পড়বে আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত এক বছর করে দীর্ঘায়িত হবে।

মূসা (আঃ) এ কথা শুনে বললেন, এরপর কী হবে? আল্লাহ তাআলা বললেন, মৃত্যুই আসবে। মূসা (আঃ) বললেন, তাহলে এখনি মৃত্যু দিন। [সহীহ বুখারী হাদীস : ৩৪০৭; সহীহ মুসলিম হাদীস : ২৩৭২ উল্লেখ্য, বিখ্যাত হাদীস-বিশারদগণ বলেন, মালাকুল মাওত মূসা (আঃ)-এর অনুমতি না নিয়েই মানুষের বেশে তাঁর ঘরে প্রবেশ করেছিলেন। তখন তিনি তাকে না চিনতে পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে চপেটাঘাত করেন। – [ফাতহুল বারী ৬/৫০৮; শরহে নববী ১৫/১২৯]

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে