যে কারনে তাসাউফ পন্থীদের সূফি সম্প্রদায় নামকরণ করা হয়েছে।

যে কারনে তাসাউফ পন্থীদের সূফি সম্প্রদায় নামকরণ করা হয়েছে।

  • ১/ তাওহীদ ও মারিফাতের নূর দ্বারা অন্তকরণকে প্রবৃত্তির কামনা থেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করা।
  • ২/ আসহাবে সুফ্ফার সাথে সাদৃশ্য পাওয়া। আহলে সুফ্ফা হলেন, নবী করিম (সাঃ) এর ঐসব সাহাবি যারা আজীবন মসজিদে নববীকে জ্ঞান অর্জনের কেন্দ্রস্থল বানিয়ে রেখেছিল
  • ৩/ সাওফ বা পশমের তৈরী পোশাক পরিধানের কারনে। (বকরীর পশম দ্বারা তৈরীকৃত এ পোশাক, না অত্যন্ত মোটা না কোমল ও মোলায়েম) অর্থাৎ অমসৃণ মোটা পোশাক।

যারা তাসাউফের স্তর সমূহ পরিভ্রমণ করে পূর্ণতাসম্পন্নদের অন্তর্ভুক্ত হয়েছে, তারা কোমল পশমের পোশাক পরিধান করে, এগুলো অবশ্যই তালিযুক্ত হয়ে থাকে। আর তাদের অভ্যান্তরিন অবস্থা ও হাল অনুযায়ী হয়ে থাকে। যাহিদগন তারা মোটা অমসৃণ পোশাক পরিধান করবে ও সাধারণ আহার্য গ্রহন করবে। আর আরেফগন উৎকৃষ্ট পোশাক পরিধান ও উন্নতমানের পানাহার গ্রহন করবে। মানুষের আপন মর্যাদা ও সাধ্য-সামর্থ অনুযায়ী কালাতিপাত করাই হলো সুন্নতে মুস্তাফা (সাঃ)। যেন কেউ আপন গন্ডি ও পরিসীমা থেকে বেরিয়ে না যায়। আর তা এজন্য যে আরেফগন আল্লাহ তা’আলার দরবারে উচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত।

গ্রন্থসূত্রঃ সিররুল আসরার, পৃঃ ৪৭।
– শাঁই- এ – লিল্লাহ ছৈয়্যদেনা গাউছুল আজম মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহঃ)।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel