হাজার হাজার আশেক রাসূল (সাঃ) এর রওজা শরীফে সেজদা করেন:
এ উপমহাদেশের সর্বজন গৃহীত, যাহাকে ওহাবী-সুন্নি সকলেই মান্য করেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দেস দেহলভী (রহঃ) তার তাফসিরে আজিজীর মধ্যে লিখেছেন-
অর্থাৎঃ “হাজার হাজার আশেক রাসূলে পাক (দঃ) এর আস্তানা শরীফে সেজদা করেন এবং জগতের যেসব আউলিয়া কেরামগণকেও এ মর্তবা দেয়া হয়েছে তা মাহবুব (দঃ) এর তোফাইলে দেয়া হয়েছে। আউলিয়া কেরামগণের মধ্যে যাদের এ মাহবুবিয়তের হিচ্চা বা অংশ মিলেছে তারাও মখলুকের মাহবুব এবং সিজদার উপযুক্ত বনে গেছেন। যেমন হুজুর গাউছে পাক এবং মাহবুবে ইলাহী নিজামুদ্দিন আউলিয়া।”