কুতুবউদ্দিন বখতিয়ার কাকী কতৃক খাজা মঈনুদ্দিন চিশতি কে সিজদা প্রদান।

কুতুবউদ্দিন বখতিয়ার কাকী কতৃক খাজা মঈনুদ্দিন চিশতি কে সিজদা প্রদান।

নিম্মোক্ত কিতাবে আরো উল্লেখ করা হয়েছে, যখন হযরত মা’জুদ্দিন মুহাম্মদ ছামকে (ইতিহাসে যাকে শাহাবুদ্দিন গৌরী বলা হয়) রাসূলে পাক (দঃ) স্বপ্নে বলেন যে- “হে মা’জুদ্দিন, দিল্লির রাজত্ব তোমার হাতে মঈনুদ্দিন চিশতির দোয়ায় চলে আসবে” তখন তিনি খাজা বাবার খেদমতে হাজির হন।

তখন খাজা বাবা বললেন- “আমি আপনাকে প্রকাশ্য ও রুহানীভাবে সাহায্য করবো। আপনি অবশ্যই পৃথ্বীরাজের উপর বিজয় লাভ করবেন এ বিশ্বাস রাখেন এবং তার সৈন্যসহ আপনার হাতে বন্দী হবে।” এ সুসংবাদ শুনে তিনি উনাকে সাতবার প্রদক্ষিণ করেন এবং তিনবার তাজিমি সিজদা করেন।

received 450496856868778

তথ্যসূত্রঃ-

  • ‘হাকীকতে গোলজারে ছাবেরী’
  • ‘দলিলুন আরেফীন’
  • ‘আনিসুল আরওয়াহ’ ইত্যাদি কিতাবে তাজিমের বিষয়টা বিধৃত হয়েছে।
আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel

Comments

Please enter your comment!
Please enter your name here