ওলী-আউলিয়াদের সালাম না জানালে নামাজ হয় না।
ওলী-আউলিয়াদের সালাম না জানালে নামাজ হয় না। ভুলে গেলে সাহু সেজদা দিতে হয়।
দলীল চাই? নামাজে তাশাহুদ পড়েন নিশ্চয়ই, কিন্তু অর্থ বুঝেন না, আর অর্থ বুঝলেও চিন্তা করার ইচ্ছা নাই। “وَعَلَىٰ عِبَادِ ٱللَّٰهِ ٱلصَّالِحِينَ” যখন পাঠ করেন, তখন খাজা বাবার নাম, শাহ জালাল, শাহ পরান (রহঃ) এর নাম যদি বাংলার মুসলিমদের স্মরণে না আসে, তাহলে কি আদও নামাজ হয়?
মুখে বললাম ওলীদের উপর সালাম, আর তাদের কথা মনে করলাম না, মনে করলাম তো করলাম নিজের দুনিয়াদাবী বিষয়াদি, তাহলে কি আর নামাজ হইলো?
আল্লাহর ওলীগণই যে আল্লাহর সৎ বান্দা (عِبَادِ ٱللَّٰهِ ٱلصَّالِحِينَ), তা নিয়ে আবার আলাদাভাবে বলার দরকার আছে বলে মনে হচ্ছে না। যদিও এদেশে এই পর্যায়ের ধর্মজ্ঞীনহীন ধর্মান্ধ শায়েখ পূজারী আছেন, আল্লাহর ওলী দ্বারা কাদের বুঝানো হয়, তা তারা জানে না, আর জানলেও মানে না। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তাই এতো স্পষ্ট ও সহজ-সরল প্রমাণ থাকার পরেও তারা ওলী-আউলিদের মান্য করে না।
লেখাঃ DM Rahat