ভারতীয় উপমহাদেশে ইসলাম এনেছে কারা?

ভারতীয় উপমহাদেশে ইসলাম এনেছে কারা?

একদল বলে বেড়ায় “ভারতীয় উপমহাদেশে ইসলাম এনেছে আরবীয় ব্যবসায়ীরা”। তাদের উদ্দেশ্যে কিছু কথা।

যারা এসব কথা বলেন, তাদের আগে এটা জানতে হবে যে, যখন ওলী-আউলিয়াগণ ইসলাম এই উপমহাদেশে নিয়ে এসেছেন, তখন আপনাদের বাপ-দাদাদেরও জন্ম হয় নাই। আরব থেকে ব্যবসায়ীরা এসেছিলেন ব্যবসার জন্য, আর খাজা বাবা মুইনুদ্দিন চিশতী (রঃ)-সহ অন্যান্য আউলিয়ারা এসেছিলেন ইসলাম প্রচারের জন্যে। সহজ একটি বিষয় গায়ের জোরে পরিবর্তন করা যায় না। এরূপ মিথ্যাচার হলো কুফুরী (কুফুর হলো সত্যকে ঢেকে রাখা)।

এর বড় প্রমাণ এদেশের মোল্লারা নিজেরাই। কারণ ব্যবসায়ীরা যদি ইসলাম প্রচার করতো, তবে তো এদেশের মোল্লারা সবাই ব্যবসায়ী হতো এবং ব্যবসা-বাণিজ্য করেই জীবিকা নির্বাহ করতো। সবাই কেন ইমামতি ও ওয়াজ-নছিহত করে জীবিকা নির্বাহ করতেছে?

এই আধুনিক জমানায় অনলাইনে মধু, আতর, কা’বাঘরের সুগন্ধি, জায়নামাজ বিক্রির পাশাপাশি দ্বীন প্রচার যতটা সহজ, আগে এতোটা সহজ ছিল না। তখন ফেসবুক ছিল না। এদেশে ইসলামই ছিলো না। সারাদিন দাওয়াতী কাজ করেও ইসলামের শিক্ষা ঐ পরিবেশে প্রচার কষ্টসাধ্য ছিল, তাছাড়া জীবনের ঝুঁকি ছিল, এককথায় সম্ভব ছিল। খাজা বাবার বিশেষ কারামতের কাছে রাজা পৃথ্বীরাজের পরাজিত হওয়ার ইতিহাস কে না জানেন? রাজা গৌড় গোবিন্দের সাথে শাহ জালাল (রহঃ) এর যুদ্ধের ইতিহাস কে না জানেন? সবাই জানেন। কেউ কি বলতে পারবেন যে, কোন আরবীয় ব্যবসায়ী ভারতীয় উপমহাদেশে এসে যুদ্ধ করেছিলেন ন্যায় প্রতিষ্ঠায়?

কাট-মোল্লারা আসছে- “ব্যবসায়ীরা ইসলাম প্রচার করছে এদেশে”। ঐ জমানায় ব্যবসার পাশাপাশি ইসলাম প্রচার করে ব্যবসার মুনাফার টাকা-পয়সা নিয়ে পুনরায় আরব দেশে নিজেদের জান-মাল নিয়ে ফেরত যেতো পারতো ভারত থেকে? এতোই সহজ আর সস্তা ছিল ধর্ম প্রচার? এখন দুনিয়া এতো উন্নত হয়েছে, ভারতের মত দেশে কোটি কোটি মুসলিম থাকা সত্ত্বেও যেভাবে মুসলিমদের উপর নির্যাতন হয় মাঝে মাঝে, সেই ভারতীয় উপমহাদেশে ভিনদেশী আরবীয়রা ইসলাম ধর্ম প্রচার করে গেলো? এটা বিশ্বাসযোগ্য? বানিয়ে মিথ্যাচার করলেও তো একটু ভেবে চিন্তে গল্প বানাতে হয়।

তাছাড়া ইসলামের এতো দলের নাম কি এদেশের মুসলিমরা জানে? যেমন: “সালাফী, আহলে হাদিস” এসব শব্দই তো এদেশের মুসলিমরা জানলো কয়েকদিন আগে। এমন কি এখনও এদেশের ৭০% মুসলিম ‘সালাফী’ শব্দই জানে না। তারা সবাই ওলীদের কথাই জানে। কেন এদেশের মুসলিমদের আকিদায় মাজারপন্থি ওলী-আউলিয়াদের প্রভাব? কেন সবাই শরীয়ত পালনে মাজহাব মেনে আসতেছে এতো শত বছর ধরে? আগে কেন ইসলামের এতো ভাগাভাগি ছিলো না এদেশে? কেন সালাফীরা এদেশে নতুন? এসব প্রশ্নের উত্তর নেই তাদের কাছে। তবে দুঃখের বিষয় হলো এযুগের আধুনিক ছেলে-মেয়েরা এই সহজ সত্য জানার চেষ্টাও করে না এবং এতো স্পষ্ট মিথ্যাচারগুলো ধরতে পারে না।

এই পুরো উপমহাদেশে ইসলাম কায়েম করেছিলেন ওলী-আউলিয়ারা। কাট-মোল্লা ও তাদের বাপ-দাদারা তো সেদিন ইসলাম গ্রহণ করলো। এরাই প্রকৃত কাফের (সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা গ্রুপ)।

হে আল্লাহ! আপনি আমাদের সবাইকে সেই পথে পরিচালিত করুন, যে পথে আপনার প্রিয়জনেরা হেঁটেছিলেন। এদেশের মানুষকে সেই ইসলাম বুঝার তাওফিক দান করুন, যে ইসলাম আপনার ওলী-আউলিয়ারা এই উপমহাদেশে এনেছিলেন।

লেখাঃ DM Rahat

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel