হোমপেজ আত্ম সচেতনতা চাষাবাদ না করে ফল আসা করা বোকামী

চাষাবাদ না করে ফল আসা করা বোকামী

চাষাবাদ না করে ফল আসা করা বোকামী

স্রষ্টা আমাদের বীজ দিয়েছেন। বীজ বপন করা এবং পরিচর্যা দ্বারা ফসল ফলানো আমাদের কাজ। ফসল চাষাবাদ না করে ফলের আশাকরা বা চাষাবাদ না করে আল্লার দয়ার আশায় বসে থাকা বোকামী। মানুষ কেবল তার চেষ্টা ও কর্মদ্বারাই কর্মের ফল পেয়ে থাকেন।

আল্লাহ সর্বাপেক্ষা ন্যায় বিচারক, তিনি কারো চেহারা দেখে বিচার করেন না। একজনে কঠর পরিশ্রম করে আল্লাহর নিয়ামত পাবে, আরেকজনে পরিশ্রম না করেই নিয়ামত পেয়ে যাবে এটা আল্লার বিচার বা বিধানে নেই।

সাধুরা বলে থাকেন- “পূর্বে যাহা করিয়াছো, বর্তমানে তাহা ভোগ করিতেছো। বর্তমানে যাহা করিতেছো ভবিষ্যৎে তাহা ভোগ করিবে।”

সুতরাং তুমি বীজ পেয়েছো তোমাকে তা বপন করতে হবে এবং পরিচর্যা দ্বারা বৃক্ষে পরিণত করতে হবে, ফলের আশাতো পরে।

—নিশাত ওয়াহিদ