শিক্ষাগুরুর মর্যাদা

শিক্ষক ও গুরুজনদের প্রতি আদব

পিতা-মাতা তোমাকে আসমান থেকে জমিনে এনেছেন, আর শিক্ষক তোমাকে জমিন থেকে আসমানে নিয়ে যেতে পারেন। এখন তুমিই নির্ণয় করো, কার মর্যাদা বেশি।”

কোনো এক মহান ব্যক্তির এই মহামূল্যবান উক্তিটি আমি ছোটবেলায় কোনো বইতে পেয়েছিলাম। নাম মনে নেই, বাণী মনে আছে।

আমি গুগলে খুঁজার চেষ্টা করেও পেলাম না। সম্ভাবত দুনিয়ার সব বই থেকে এই উক্তিটি মুছে গেছে। তাই বর্তমানের ছাত্র-ছাত্রীরা এই উক্তি সম্পর্কে অজ্ঞাত অবস্থায় আছে। নইলে তো শিক্ষকের চোখের দিকে তাকিয়ে কন্ঠ উঁচু করে কথা বলতে পারতো না। আজকাল নাকি শিক্ষকদের নানাভাবে তারা অপদস্থও করছে। তারা যুক্তি শাস্ত্রে এগিয়েছে, শিক্ষকরা স্বৈরচারী ছিল, তাই এই অপমান করার অধিকার নাকি ছাত্র/ছাত্রীরা পেয়েছে।

কিন্তু তারা কি জানে যে, মা পতিতা হলেও সন্তানের জন্য মা। পতিতা হওয়ার কারণে মায়ের মর্যাদা সন্তানের কাছে কমে না। পিতা-মাতা অমুসলিম হলেই তারা সম্মানের পাত্র। আর শিক্ষকের মর্যাদা সম্পর্কে তো প্রথমেই উল্লেখ করেছি।

-DM Rahat

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel