কামের উৎপত্তি কোথা থেকে হয়
কাম বলতে শুধু যৌ’ন লালসাকেই বুঝায় না। দুনিয়াবী যত আকর্ষণ, লোভ, চাহিদা, আকাঙ্ক্ষা ও বাসনা আছে মূলত এগুলোকেই কাম বলে।
এই কামের উৎপত্তি কেবল মোহ হতেই আসে। মোহ হচ্ছে জাগতিক সকল মায়া, যে মায়া আপনার মনে স্বাচ্ছন্দ ও আনন্দ দিয়ে থাকে, মূলত মানুষ লোভের বা স্বার্থের কারণে মায়ায় মজে যায়। সুতরাং বলা যায় মোহ হতেই কামের উৎপত্তি ঘটে।
তাই ঐশ্বরিক যাহা কিছু আছে তাহার প্রতি অগ্রসর হয়েই কেবল দুনিয়াবী মোহ-মায়া ত্যাগ করা সম্ভব। ঐশ্বরিক জগতের লীলা বুঝতে হলে বা ঐশ্বরিক জগতের দিকে অগ্রসর হওয়ার জন্য অবশ্যই আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন একজন কামেল গুরু বা মুর্শিদ ধরা বাধ্যতামূলক এবং এর বিকল্প কিছু নাই।
– Nishat Wahid