হোমপেজ ইলমে মারেফত নারী হরণ করলে চৌরাশীতে হবে জনম

নারী হরণ করলে চৌরাশীতে হবে জনম

1022

নারী হরণ করলে চৌরাশীতে হবে জনম

“নিসাউকুম হারসুল্লাকুম। ফা’তুহারছাকুম(আল বাকারাহ)” অর্থঃ নারী হলো শস্যক্ষেত্র। পুরুষ তাতে কৃষক। “হুনা লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না (আল বাকারাহ)” অর্থঃ নারী পুরুষের পোষাক (পরিপূরক) আর পুরুষ নারীর পোষাক (পরিপূরক)। পরম গুরু প্রেম প্রকৃতি(নারী)। কাম গুরু নিজপতি (পুরুষ)। “বাকারাতান ছাফরা (আল বাকারাহ)” অর্থঃ হলুদ রং এর গাভী। পুরুষ হবার পথে একজন সাধক। নারী হরণ করলে চৌরাশীতে জনম হবে (সাইজী বলেছেন)।

আর হরণ না করলেওসে পুরুষ হতে পারেনা। এখানে হরণ বলতে কি বোঝায়?এক হরন হলো জোর করে ভোগ করা। জোরকরে নূর রুপ ইলাহ বা মনের মানুষকে দেহ থেকে বের করে দেওয়া। এটা করলে নাগরদোলায় ঘুরতে হবে হাতে পায়ে বেড়ী পড়ে। আরেকটা হরন বলতে কাম, ক্রুদ্ধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, কু খায়েস বাকামনা, কু চিন্তা বা বাসনা, কু লালচবা লিপ্সা এই নয়টা অতি সুন্দরীনারীকে জোর করে মুরিদ করা।

এটাকরতে পারে যিনি,তিনিই মহাপুরুষ। যখন আপন ভান্ডেই এই নারী গুলোকে ঠিক করতে পারোনি, তবে কেন মননারীরুপ আগুনের কাছে পতঙ্গ হয়েযাচ্ছো আর মরছো? যারা আপন দেহের নারীগুলোকে হরনকরতে পেরেছে তারই কেবল সাধনসঙ্গী নেবার যোগ্যতা হয়েছে। তবেই সে চেতন গুরু হয়ে তাকে উদ্ধার করতে পারবে।