মসজিদে ঘুমানো বা সফর করা নাযায়েজ এর দলিল

মসজিদে ঘুমানো বা সফরের উদ্দেশ্য সম্পর্কে রাসূল (সাঃ) দেড় হাজার বছর পূর্বেই সাবধান করে গেছেন।

দলিল নং-১: আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেন, “তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা যাবেনা। (১) মসজিদে হারাম (মক্কা), (২) মসজিদে নববী (মদিনা), এবং (৩) মসজিদে আল আকসা (বায়তুল মুকাদ্দাস)।” – (বুখারীঃ হা/১১৮৯, মিশকাত হা/৬৯৩, এবং মুসলিম শরীফ)।

দলিল নং-২: “তোমরা মসজিদকে ঘুমাবার স্থান বানাইও না।” – (উমদাতুল ক্বারী শরহে বুখারী,৫ম খন্ড ৪৪৬পৃঃ)।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel