তোমাদের কাছে বিনিময় চাইনা, আমার আহলে বাইতের মুহাব্বত ছাড়া।

পবিত্র আল কোরানে মহান আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ-

“কুল লা আছ আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্ দাতা ফিল কুরবা”

অর্থঃ “হে নবী বলুন! আমি তোমাদের কাছে বিনিময় চাইনা, আমার পরিবার (আহলে বাইয়াতের) মুহাব্বত ছাড়া। (সূরা: শুরা, আয়াত: ২৩, পারা: ২৫)