সেমা (ইসলামিক গান বাজনার) তিন স্তর।

সেমা (ইসলামিক গান বাজনার) তিন স্তর

সেমা (ইসলামিক গান বাজনার) তিন স্তর: হৃদয়ঙ্গম থেকে ওজুদ ও আন্দোলন।

সেমা (ইসলামিক গান বাজনা) তিন স্তর:-

  • ১ম স্তর হচ্ছে শ্রুত বিষয় হৃদয়ঙ্গম হওয়া,
  • ২য় স্তর হৃদয়ঙ্গম হওয়ার পর ওজুদ হওয়া এবং
  • ৩য় স্তর ওজদের কারণে অঙ্গ-প্রত্যঙ্গে আন্দোলন হওয়া।

এ তিনটি স্তরই আলাদা আলাদা বর্ণনা করা হল:-

১ম স্বাভাবিকভাবে শ্রবণ করাঃ অর্থাৎ, সুর ও তালের আনন্দ ছাড়া সেমার অন্য কোন প্রভাব গ্রহণ না করা। এরূপ শ্রবণ বৈধ এবং সেমার স্তরসমূহের মধ্যে সর্বনিম্ন স্তর। কেননা, এ স্তরে উট এবং চতুষ্পদ জন্তুও শ্রোতার অংশীদার। বরং এ রুচির জন্যে কেবল প্রাণ থাকা দরকার। প্রত্যেক প্রাণী সুললিত স্বর দ্বারা এক প্রকার আনন্দ অনুভব করে থাকে।

২য় অবস্থাঃ বুঝে সুঝে শ্রবণ করা এবং বিষয়বস্তুকে কোন নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সৃষ্ট বস্তুর মধ্যে কল্পনা করতে থাকা। যুবক ও কামপ্রবণরা এরূপ শ্রবণ করে। এটা খারাপ ও নিষিদ্ধ-একথা বলাই যথেষ্ট। এর বেশী বলার প্রয়োজন নেই।

৩য়ঃ অবস্থা শ্রুত বিষয়কে নিজের অবস্থার মধ্যে কল্পনা করা। অর্থাৎ, মহান আল্লাহ ব্যাপারে শ্রোতা যেসকল অবস্থার সম্মুখীন হয়- কখনও সমর্থ হয় এবং কখনও অক্ষমতা দেখা দেয়- এগুলো করে যাওয়া। মুরীদ বিশেষতঃ প্রাথমিক স্তরের মুরীদরা এভাবে শ্রবণ করে থাকে। সঙ্গীতের বিষয়বস্তু নিজের অবস্থার মধ্যে কল্পনা করার কয়েকটি নমুনা নিম্নে উদ্ধৃত করা হচ্ছে।

-ইমাম আল-গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি
সুত্র: এহইয়াউ উলুমিদ্দিন, ২য় পরিচ্ছেদ, ৮২ পৃষ্ঠা।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel