হযরত আম্মার ইবনে ইয়াসিরের হত্যার খবর।

হযরত আম্মার ইবনে ইয়াসিরের হত্যার খবর।

বুখারী ও মুসলিম আবু সায়ীদ (রাঃ) থেকে রেওয়ায়েত করেনঃ রাসুল (সাঃ) আম্মারকে বললেন, তোমাকে একটি বাগী (বিদ্রোহী) দল কতল করবে।

বায়হাকি ও আবু নঈম আম্মারের বাদী থেকে রেওয়ায়েত করেনঃ আম্মার অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তার জ্ঞান ফিরে এলো। আমরা তখন ক্রন্দন করছিলাম।

তিনি (আম্মার) বলেনঃ তোমরা মনে করছো আমি শয্যাশায়ী হয়ে মারা যাবো। না,আমার হাবীব মুহাম্মদ (সাঃ) আমাকে বলেছেন— তোমাকে একটি বাগী (বিদ্রোহী) দল হত্যা করবে। দুনিয়াতে আমার সর্বশেষ খাবার হবে পানি মিশ্রিত দুধ।

হযরত আম্মার ইবনে ইয়াসিরের হত্যার খবর 1
খাসায়েসুল কুবরা, ২য় খন্ড, পৃঃ ১৫৭,১৫৮

আবুল বুখতারী রেওয়ায়েত করেনঃ সিফফিন যুদ্ধের সময় আম্মার ইবনে ইয়াসিরের কাছে দুধ আনা হলো। তিনি দুধ দেখে হাসতে লাগলেন। হাসির কারন জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেনঃ রাসুল (সাঃ) বলেছিলেন— দুনিয়াতে তোমার সর্বশেষ পানীয় হবে দুধ। এর পর তিনি যুদ্ধে এগিয়ে গেলেন এবং শহীদ হলেন।

হযরত হুযাইফা রেওয়ায়েত করেনঃ রাসুল (সাঃ) আম্মারকে বললেন, তোমাকে একটি বাগী (বিদ্রোহী) দল হত্যা করবে। তুমি পিপাসা পরিমাণে পানি মিশ্রিত দুধ পান করবে। এটাই হবে দুনিয়াতে তোমার সর্বশেষ রিযিক।

হযরত আমর ইবনুল আ’ছ রেওয়ায়েত করেনঃ রাসুল (সাঃ) বলেছিলেন, হে আল্লাহ; তুমি আম্মারে প্রতি কুরাইশকে ক্ষেপিয়ে তুলেছ। আম্মারের ঘাতক ও যুদ্ধ তার বিরুদ্ধে সারঞ্জম গ্রহনকারী জাহান্নামী হবে।

ইবনে সাদ হুযাইল থেকে রেওয়ায়েত করেনঃ নবী করিম (সাঃ) আগমন করলে লোকেরা বললো যে, আম্মারের ওপর প্রাচীর ভেঙে পড়েছে। রাসুল বললেন, সে মরেনি।

(খাসায়েসুল কুবরা, ২য় খন্ড, পৃঃ ১৫৭,১৫৮)

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel