মহরম: পর্ব-২
_অয়ন সাঈদ
আপনাতে ভালোবাসা অর্পণে
আমারা পবিত্র হই,
আমরা সমন কে
প্রেমানুগত্য পড়ে শোনাই
আমরা জীবন কে আপনার
পবিত্র কদম মোবারকের ধূলোয়
উৎসর্গ করে দিয়েছি,
আর বিঘ্নে পাহাড়ের মতো মানবিক-অটল
শাবানের চাঁদের রশ্মির জোয়ার
প্রতিটি পরমাণুকে অতিক্রম করে গেছে
শাবানের চাঁদের করোজ্জ্বলতায়
দু’হাতে ফোরাতের জল চোখে ভেসে ওঠে
আলী আসগর, সকিনা, আব্বাসের মুখ।
_অয়ন সাঈদ