মহরম: (অয়ন সাঈদ) পর্ব-১

মহরম: পর্ব-১

_অয়ন সাঈদ

যে’হাতে মাওলা আলীর হাত জেগে ওঠে
আমামায় রাসূলুল্লাহ’র সবু্জ
দুলদুল সওয়ার হয়ে এলেন
প্রতিটি মাখলুক আপনার চোখে ক্ষমা
প্রতিটি ভূখন্ডে আপনি অদ্বিতীয়।

প্রতিটি বিশ্ব আপনার হাতে উৎসর্গিত
প্রতিটি বিশ্ব সাইয়্যেদিনা
মুস্তফার ফুলের ঘ্রাণমত্ততায়।

আমাদেরও শিরোধার্য হুসাইনি সেজদা
আমাদেরও শিরোধার্য
ইয়াজিদের হাতে হাত দিব না
আমাদেরও শিরোধার্য
দুলদুলের খুরের ধূলিকাণায়।

উহাদের সিমার হৃদয়ের দুয়ার
তবু বন্ধ হয়ে গেছে
তীক্ষ্ণ কন্ঠ অথচ হে বধির
তোমার দুয়ার খোলো
কেননা মাওলা হুসাইনের রূৎবায়
ন্যায় ও অন্যায়ের পথ
চিহ্নিত পথে উন্মুক্ত স্বাধীন…

মাতমের জজবায় আম্বিয়া আওলিয়া-
জ্বীন ও ফেরেশতা আপনাকেই লক্ষ করে।

১০-ই মহরম- তারপর থেকে ইয়া হুসাইন,
আপনার সেজদার মতো সেজদাই দুইবিশ্বের পাথেয়।

_অয়ন সাঈদ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel