হোমপেজ ইলমে মারেফত মজ্জুব ওলি কাদের বলা হয়!

মজ্জুব ওলি কাদের বলা হয়!

1087

মজ্জুব ওলি কাদের বলা হয়!

যে ব্যক্তি সর্বদা আল্লাহর ভালবাসায় নিমজ্জিত, আল্লাহর ভালোবাসায় দুনিয়া হতে বিচ্ছিন্ন, আল্লাহর প্রতি আকর্ষিত, পাগল(আল্লাহর প্রেমে), দিওয়ানা সহ ইত্যাদি তাদেরকেই মজ্জুব ওলি বলা হয়। মজ্জুব সাধারণত আউলিয়ায়ে কিরামদেরই একটি বৈশিষ্ট্য। সাধারণভাবে মজ্জুব হল তাদেরকেই বলে, যারা সর্বদা আল্লাহর প্রেম সাগরে নিমজ্জিত থাকে।

মজ্জুব শব্দটি আরবী, এর মূলধাতু হল- ”জযবা”। জযবা শব্দের অর্থ হচ্ছে- ”আকর্ষণ।” যাদের জীবনযাপন সমাজের বাকি আট-দশজনের মত নয়। দুনিয়া হতে যারা নিজেরদেরকে পরিপূর্ণ বিমুখ করে আল্লাহমুখী হয়ে যান। যাদের মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ পায়। বাহ্যিকভাবে তাদের দেখতে মনে হয় শরিয়ত বিবর্জিত। কিন্তু তারা আসলে তা নন। মূলত তারা শরিয়তের চত্বরেই আছেন।