মিলাদ কিয়াম (সম্পূর্ণ ১০টি নতুন ছন্দ)

মিলাদ কিয়াম (সম্পূর্ণ ১০টি নতুন ছন্দ)

মিলাদ কিয়ামের মাধ্যমে নবীর প্রতি মহব্বত আরও দৃঢ় হয়। মুসলিমরা একত্রিত হয়ে নবীর জন্ম বৃত্তান্ত ও শান উদযাপন করে থাকে, যার মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা আরও গভীর ভাবে সৃষ্টি হয়।

১.
রহমতের ঝরে শোভার দিন,
নবীর প্রীতি ছড়ায় চিরদিন।
দ্বীন মোহাম্মদী আসছে হিয়া,
সালাম করি নবীর প্রতি,
মিলাদ কিয়াম হোক নিরবিচ্ছিন্ন।
ইয়া নবী সালাম আলাইকা…!

২.
প্রকাশিত দুঃখের আলোয়,
নবীর জন্মায় আলো, সোনালী।
মিলাদ হোক বার্তা আনন্দের,
বিশ্বজুড়ে হোক প্রেমের তীব্র সমাহিত।
ইয়া নবী সালাম আলাইকা…!

৩.
নবীর প্রেমে জ্বলুক প্রেরণা,
মিলাদ কিয়ামে দীপ্তি গাঁথা।
আল্লাহর রহমত বর্ষিত হোক,
মহান রাসুলের অনুসরণে থাকুক প্রত্যাশা।
ইয়া নবী সালাম আলাইকা…!

৪.
যেদিন এসেছে চাঁদের সঙ্গী,
নবীর মুখে প্রেমের শব্দ।
সালাম পাঠে হৃদয় উজ্জ্বল,
মিলাদ কিয়াম, আলোকিত জীবন আমাদের।
ইয়া নবী সালাম আলাইকা…!

৫.
নবীর প্রেমে সিক্ত হৃদয়,
দীপ্ত আলোয় ঝলমলে জীবন।
মিলাদ কিয়ামে সুর বেজে ওঠে,
হৃদয়ে শান্তি, অগণিত আশীর্বাদে পূর্ণ।
ইয়া নবী সালাম আলাইকা…!

৬.
আলোর বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার পথেই চলব, জীবন হব জ্বালাম।
মিলাদ কিয়ামে আকাশে রইলো রোদ,
তার দয়ায় মিলবে শান্তির সোনালি ধ্বনি।
ইয়া নবী সালাম আলাইকা…!

৭.
জন্মের দিনে আলোকিত হয়ে ওঠে পৃথিবী,
নবী মোহাম্মদ আসে হৃদয়ে বিশাল রহমত।
মিলাদ কিয়ামে সকল সুখের হাওয়া,
একসাথে তুলি আমরা ইতিকাফের দোয়া।
ইয়া নবী সালাম আলাইকা…!

৮.
আলোর উৎস, পথ প্রদর্শক, নবী মোহাম্মদ,
তার মিলাদ কিয়াম, হৃদয় আলোয় অঙ্গীকার।
সব দুঃখ দূর হয়ে যাও, শান্তির দেখা পাও,
ঈমানের পথে হোক রক্ষা, নবীর সুন্নত ধরে চলা।
ইয়া নবী সালাম আলাইকা…!

৯.
যখন মিলাদ কিয়াম আসে শান্তি সূচনা,
নবীর কণ্ঠে শোনো প্রেমের কলরব।
আল্লাহর রহমতে হাসে পৃথিবী,
আমরা একত্রে গাই নবীর গাথা সোনালি।
ইয়া নবী সালাম আলাইকা…!

১০.
নবীর পথে চলেছি আমরা, অন্ধকারে আলোকিত,
মিলাদ কিয়ামের দিনে হৃদয়ে শান্তি বয়ে চলে।
দীপ্ত এই আলোর মাঝে থাকুক আমাদের আশা,
নবীর প্রেমে দিন কাটুক, শান্তিতে প্রতিটি প্রাণ।
ইয়া নবী সালাম আলাইকা…!

এই ছন্দগুলো ইসলামের শান্তি, নবীর প্রতি শ্রদ্ধা এবং মিলাদ কিয়ামের মহিমাকে উজ্জ্বল করতে তৈরি করা হয়েছে। আশা করি এগুলো আপনাকে প্রেরণা দেবে!

লেখা- Nishat Wahid

মিলাদ সম্পর্কিত:

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel