চার প্রকারের জিকির

চার প্রকারের জিকির

জিকিরের আভিধানিক অর্থ- স্রষ্টাকে স্বরণ করা, মনে করা, উল্লেখ করা ও বর্ণনা করা। এবং মুখে বা অন্তরে স্রষ্টার পবিত্রতা ঘোষণা এবং প্রশংসার মাধ্যমে স্বরণ করা।

জিকির প্রসংগে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা বলেনঃ-

‘আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা জিকরুল্লা-হি আকবারু’ অর্থ: “আল্লাহর (জিকির) বা স্মরণই সর্বশ্রেষ্ঠ।” সূত্রঃ (সূরাঃ আনকাবূত, আয়াত-৪৫)

জিকিরের ৪ মঞ্জিল নিম্নে উপস্থাপন করা হলোঃ-

১। জিকিরে লিছানী : মুখ বা জিহ্বা দ্বারা মৌলিক জিকির করা সত্যকথা বলা। বিনয়ী হওয়া কথায় কষ্ট না দেয়া গীবত না বলা।

২। জিকিরে আইনী : চোখের কর্ম গুরুর দিকে প্রেমের ভক্তির দৃষ্টিতে তাকানো আল্লাহর সৌন্দর্য ও গুন দেখে প্রসংসায় থাকা ভাল কিছু নজরে রাখা।

৩। জিকিরে ক্বালবী : অন্তর বা হৃদয়ের জিকির সর্বদা রাখা । আল্লাহর দিকে মনোনিবেশ থাকা। জিকিরের মাধ্যমে কলবকে জাগ্রত রাখা । না দেখিয়ে দান করা।

৪। জিকিরে আনফাসি : ফাস আনফাস জিকির করা মানে শ্বাস প্রসাসে জিকিরে থাকা আল্লাহ গোপন, আমি, গুরু, নবী যাতায়াত করে ধ্যান করা ।

– Nishat Wahid

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel