দরূদে রু’ইয়াত
দরূদে রু’ইয়াত আরবি উচ্চারণ:
اَللّٰهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا مُحَمَّدٍنِ النَّبِيِّ اْلاُمِيِّ
দরূদে রু’ইয়াত বাংলা উচ্চারণ: “আল্লাহুম্মা সাল্লি আ’লা সাইয়্যিদিনা মুহাম্মাদিনি ন্নাবিয়্যিল উম্মিয়্যি”
দরূদে রু’ইয়াতের ফযিলত: হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ:) লিখেছেন, রাসূল (সা:) বলেছেন, যেই ব্যক্তি জুমআর রাত্রি ২রাকাত নফল নামাযে এই নিয়্যতে পড়ে যে, প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার পর ১বার আয়তুলকুর্সী ও ১৫বার সূরা ইখলাস এবং নামাজ শেষে ১০০০বার এই দুরূদ পড়বে অবশ্যই সে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখতে পাবে। যদি ঐ রাতে না দেখে তবে ২য় শুক্রবার আসার পূর্বে দেখতে পাবে। এবং তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ইনশা’আল্লাহ।