হোমপেজ আমল ও ওজিফা মাজার জেয়ারতের নিয়মাবলীঃ

মাজার জেয়ারতের নিয়মাবলীঃ

223
মাজার জেয়ারতের নিয়মাবলীঃ
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

মাজার জেয়ারতের নিয়মাবলীঃ 

প্রথমে অজু করিয়া পাক পবিত্র হইয়া মাজারের নিকটবর্তী হইয়া কবরবাসী বা বাসিনীর কদমের দিকে দাড়াইয়া তাহাকে ছালাম প্রেরণ করিবে। বলিবে, আসসালামু আলাইকা ইয়া আহলুল কুবুর”-অর্থাৎ ছালাম হউক তােমাদের প্রতি হে কবরবাসীগণ।

অতঃপর অত্যন্ত আদবের সাথে ফাতেহা পাঠ করিবে।

ফাতেহা নিম্নরূপঃ
১। প্রথমে পড়িবে, আউযুবিল্লাহ হিমি নাশ শাইতােয়ানির রাজিম; বিছমিল্লাহির রাহমানির রাহিম। অতঃপর সাতবার তওবা পড়িবে। তওবা হইল- “আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন্ কুল্লে জাম্বেওঁ ওয়া তুবু ইলাইহে।”

২। তৎপর বিছমিল্লাহসহ তিন বার (৩) সুরা ফাতেহা (আলহামদু…) পড়িবে।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

৩। তারপর বিছমিল্লাহসহ দশবার (১০) সুরা এখলাস (কূলহু আল্লাহু …………) পড়িবে।

৪। অতঃপর এগার (১১) বার দরুদ শরীফ পড়িবে।

দরুদ শরীফ নিম্নরূপঃ
“আল্লাহুম্মা ছাল্লে আলা ছায়্যেদেনা মােহাম্মাদেও ওয়াছিলাতি ইলাইকা ওয়া আলিহী ওয়া সাল্লাম।”

উক্তরূপে ফাতেহা পড়িয়া বিশেষভাবে কবরবাসী বা বাসিনীর পূণ্যাত্মায়। ছওয়াব বখশাইয়া দিবে। (ছওয়াব রেছানীর নিয়ম পদ্ধতি ফাতেহা শরীফের মােনাজাত দ্রষ্টব্য)

ফাতেহা শরীফের মােনাজাতঃ

তথ্যসূত্রঃ বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা-পদ্ধতি