ফাতেহা শরীফের মােনাজাত

ফাতেহা শরীফের মােনাজাত

ইয়া আল্লাহ-এই ফাতেহা শরীফের ভুল-গলতি মাফ করিয়া কবুল কর। কবুল করিয়া ছওয়াব নজর পৌছাও আমাদের তরিকার বাদশাহ, ইমামে রাব্বানী, কাইয়ুমে জামানী, গাউছেছ ছামদানী, মাহবুবে ছােবহানী, মােজাদ্দেদ আলফেছানী, হযরত শায়খ আহম্মদ সেরহিন্দী (রাঃ) ছাহেবের হুজুরে, তাঁহার বিবি ছাহেবা (রঃ) ও তাঁহার চার পূত্র খাজায়েনে রহমত এবং তাঁহাদের নেছবতে যত অলী-আল্লাহ গাউসকুতুব, নােজাবা-নাকাবা এন্তেকাল করিয়াছেন, তাহাদের আরােওয়াহ পাক হুজুরে এই মিছকীনদের তওফ থেকে দয়া করিয়া ছওয়াব নজর পৌছা আল্লাহ।

দয়া করিয়া ছওয়াব নজর পৌছা-হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ (রঃ), হযরত গউস পাক আব্দুল কাদের জেলানী (রঃ) ছাহেব, হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ) ছাহেব, হযরত মাদার (রঃ), হযরত কলন্দর (রঃ), হযরত মােছাফিয়া (রঃ), হযরত জোনায়েদ বােগদাদী (রঃ), হযরত জুন্নন মিছরী (রঃ), সুলতানুল আরেফীন সেরাজুস সালেকীন হযরত শাহ বায়েজীদ বােস্তামী (কুঃ), হযরত শেখ ফরিদ (রঃ) হযরত ফজিল (রঃ), হযরত শাহ কামাল (রঃ), হযরত বাকী বিল্লাহ (রঃ), আশেকে রাসূল হযরত বেল্লাল (রাঃ), আশেকে রসূল হযরত ওয়ায়েছ করনী (রাঃ)-তাহাদের সকলের আরওয়াহ পাক হুজুরে দয়া করিয়া ছওয়াব এই মিছকীনদের তরফ হইতে নজর পৌছা আল্লাহ।

হযরত মাওলানা শাহছুফী ফতেহ আলী (রঃ) ছাহেব, তাঁহার বিবি ছাহেবা (রঃ), তাঁহার আল-আওলাদ এবং তাঁহাদের নেছবতে যত অলী আল্লাহ যে যেখানে এন্তেকাল করিয়াছেন তাঁহাদের আরােওয়াহ পাক হুজুরে দয়া করিয়া ছওয়াব নজর পৌছা আল্লাহ। হে আল্লাহ! দয়া করিয়া ছওয়াব নজর পৌছাও-হযরত মাওলানা শাহছুফী ওয়াজেদ আলী (রঃ), তাঁহার বিবি ছাহেবা (রঃ) তাঁহার আল আওলাদ ও তাঁহাদের নেছবতে যত অলী আল্লাহ এন্তেকাল করিয়াছেন, তাহাদের আরােওয়াহ পাক হুজুরে। কুতুবে জামান, দুররে মাখনুন, মারহুমা মাগফুরা হযরত জহুরা খাতুন (রঃ), তাঁহার কলিজার টুকরা সৈয়দ হযরত এহসান আহমেদ (রঃ) ও তাহার নেছবতে যত অলীআল্লাহ গাউস-কুতুব, নােজাবা, নােকাবা, এন্তেকাল করিয়াছেনতাহাদের আরওয়াহ পাক হুজুরে দয়া করিয়া ছওয়াব নজর পৌছা আল্লাহ।

ইয়া আল্লাহ! দয়া করিয়া ছওয়াব নজর পৌছা-আরেফে কামেল, মাের্শেদে মােকাম্মেল, হাদিয়া আগা, আখেরী মােজাদ্দেদ, দ্বীন দুনিয়ার রহমত, হুমায়ে হুমায়ুন আফজালে জামানিয়া, কুতুবে জামান, দোজাহানের বাদশাহ, হযরত খাজা বাবা শাহসূফী এনায়েতপুরী (কঃ) ছাহেবের হুজুরে, তাহার ওয়ালেদাইন, খেশ আকরাবাইন, তাহার যত আওলাদ, এবং মুরীদান এন্তেকাল করিয়াছেন, তাহাদের আরওয়াহ পাক হুজুরে।

আমার দয়াল পীরের রাজীর উপর রাজী থাক আল্লাহ, দয়াল পীরের খুশীর উপর খােশ থাক আল্লাহ, তাহার এই সত্য তরিকা মহাধুমধামের সাথে সারা দুনিয়ায় জারী ও কায়েম রাখ-আল্লাহ।

এই তরিকার যত মুরীদ তামাম দুনিয়াতে আছে সবাইকে কবুল কর আল্লাহ। আমার দয়াল পীরের পাক কদমের সাথে তাহাদেরকে বাঁধিয়া রাখ আল্লাহ। আমার পীরের রূহানী তাওয়াজ্জুহ শক্তিতে সকল মুরীদের দেল জেন্দা করিয়া দে-আল্লাহ। আখেরী জামানার বালা থেকে দয়া করিয়া রক্ষা কর আল্লাহ। চলতি জামানার গজব থেকে বাঁচা আল্লাহ। রেজেকের দরজা সকলের জন্য খুলিয়া দে-আল্লাহ।

তরিকার যত পীর, অলী আল্লাহ, গাউস কুতুব, নােজাবা-নােকাবা, আখইয়ার-আবদাল এন্তেকাল ফরমাইয়াছেন তাহাদের আরােওয়াহ পাক হুজুরে দয়া করিয়া এই মিছকীনদের তরফ থেকে ছওয়াব নজর পৌছা-আল্লাহ।

হে আল্লাহ! ছওয়াব নজর পৌছা-তামাম দুনিয়াতে যত মােমেন। মােছলমান এন্তেকাল করিয়াছেন-তাহাদের আরওয়াহ পাক হুজুরে। দয়াল নবী রাসূলে পাক (সাঃ) এর যত উম্মত এন্তেকাল ফরমাইয়াছেন-তাহাদের আরওয়াহ পাক হুজুরে এই মিছকিনদের তরফ থেকে দয়া করিয়া ছওয়াব নজর পৌছা-আল্লাহ।

হে আল্লাহ! এই হাজিরানে মজলিস যত মিছকীন তাের দরবারে হাত তুলিয়াছি-আমাদের যার যত এগানা, আমাদের আপন আপন মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী, খালু-খালা, ফুপা-ফুপু, স্ত্রী-পুত্র, শশুর-শাশুড়ী, ভাই-ভাইস্তা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, দোস্ত-আহবাব, পাড়াপ্রতিবেশী, যত ভালবাসার লােক যে যেখানে এন্তেকাল করিয়া ঐ না কবরের জেলখানায় পড়িয়া কাঁদিতেছে আল্লাহ, তাহাদের আরওয়াহ পাক হুজুরে দয়া করিয়া ছওয়াব নজর পৌছা আল্লাহ। তাহাদের কবর কোশাদা কর-আল্লাহ। কবরে বেহেশতের দরজা খুলিয়া দে-আল্লাহ। কবরকে রৌশন কর-আল্লাহ। আবাদুল আবাদ পর্যন্ত তাহাদের উপর রাজী ও খােশ থাক-আল্লাহ। তাহাদের সবার অছিলাতে তাের ফজল করম ও রহমে, তাের হাবিব পাকের খাতিরে আমাদিগকে মােখছেদ মােঞ্জেলে পৌছাইয়া দে-আল্লাহ। আমাদিগকে বালা হইতে উদ্ধার কর আল্লাহ। শয়তানী দাগা হইতে বাঁচা-আল্লাহ। হর নিঃশাসে তােকে ডাকিবার ক্ষমতা দে-আল্লাহ। দীন ইসলামকে কেয়ামত পর্যন্ত কায়েম রাখ-আল্লাহ। দ্বীন ইসলামের জয় দে-আল্লাহ। তামাম দুনিয়ার লােককে হেদায়েত করিয়া তাের ও তাের হাবিব পাকের মহব্বতের তরিকায় সামিল কর-আল্লাহ।

তরিকতের জোওক, শােক, হাউস ও মহব্বত ভিক্ষা দে-আল্লাহ। দমে দমে তােকে ডাকিবার তৌফিক দে-আল্লাহ।

তাের নামের লজ্জত, তাের নামের মিষ্টি, তাের নামের হাউস আমাদের দেলে পয়দা করিয়া দে-আল্লাহ।

আল্লাহ তুই পাক, তুই গাফুরুর রাহিম, আর আমরা চির নাদান, চির গােনাহগার পাপী। আমরা জীবনে কত কোটি কোটি গােনাহ করিয়াছি, তাহার কোন প্রতিশােধ তুমি নাও নাই, আমাদিগকে দরিয়ায় ফেলিয়া দাও নাই, দেশান্তরী কর নাই-আল্লাহ, কঠিন মছিবতে ফেলিয়া দাও নাই দশমনের হাতেও ফেলিয়া দাও নাই-আল্লাহ। কঠিন গজবে হালাক কর নাই-আল্লাহ।

আজ জীবনের কোটি কোটি গােনাহ লইয়া তােমার দরবারে হাত উঠাইয়াছি, হে পরয়ারদেগার! তােমার দরবারেই গােনাহ করিয়াছি, তােমার দরবারেই হাত উঠাইয়া গােনাহ মাফ চাহিতেছি-হে পরওয়ারদেগার! আল্লাহগাে তুমি যদি আমাদিগকে মাফ না কর তাহা হইলে এই গােনাহের পাহাড় লইয়া আমরা কেমনে কবরে শুইব? এবং কাল কিয়ামতের ময়দানে কেমনে তােমাকে আমরা মুখ দেখাইবােআল্লাহ। তাই কবরে যাওয়ার পূর্বে তুমি আমাদিগের ছিনা হইতে গােনাহের দাগ উঠাইয়া দাও-আল্লাহ। কে কোথায় থাকিব-যাহার যাহার জায়গা দুনিয়া থেকে দেখাইয়া দাও-আল্লাহ। বেহেশতের সুসংবাদ তুমি সবাইকে দাও, হে আল্লাহ। তামাম দুনিয়ার মােছলমান ভাইবােনদিগকে কঠিন বালা হইতে বাঁচাও-আল্লাহ। দুশমনের উপরে মােসলমানদিগকে দয়া করিয়া জয়ী কর-আল্লাহ।

আল্লাহগাে, তােমার দরবার হইতে কাহারাে হাত না-উম্মেত হইয়া ফিরিয়া আসে নাই। একমাত্র অভিশপ্ত শয়তান ব্যতীত কেহই তােমার দরবার হইতে খালী হাতে ফেরে নাই-আল্লাহ। আজ যদি তুমি আমাদিগকে খালী হাতে ফিরাইয়া দাও হে মালিক! আমরা কোথায় যাইব-আরতাে আমাদের দ্বিতীয় খােদা নাই। তােমার আসমানের নীচ হইতে বাহির হইয়া যাওয়ার ক্ষমতাও আমাদের নাই-আল্লাহ। আমরা কোটি কোটি গােনাহও যদি করিয়া থাকি-তামাম দুনিয়া যদি আমাদের গােনাহে ভরিয়া গিয়া থাকে, আসমানে যত তারকারাজী, পাতালে যত বালুকনা, তাহার চাইতেও অধিক গােনাহ যদি হয়ে থাকে হে পরম পবিত্র করুনাময় খােদা! তােমার রহমতের চেয়ে বেশী গােনাহ কস্মিন কালেও করি নাই-আল্লাহ।

তাই তােমার রহমতের নজরে আমাদের জীবনের সমস্ত গােনাহ তুমি মাফ কর আল্লাহ। আমাদের এই গােনাহের জন্য কাল কেয়ামতের মাঠে অগণিত ফেরেসতাদের সামনে আমাদিগকে তুমি শরম দিও না-হে মাওলা। আমাদের গােনাহের খবর তােমার ফেরেসতাদের নিকট তুমি প্রকাশ করিয়া দিও না, হে খােদা! আমরা গােপনে গােপনে গােনাহ করিয়াছি, আর কাহাকেও না জানাইয়া গােপনেই তুমি আমাদিগকে মাফ কর আলাহ তুমি দয়া করিয়া আমাদের এই আরজু কবুল কর, এই প্রার্থণা আমাদের মঞ্জুর কর আল্লাহ।

এই দরখাস্ত আমাদের গ্রহণ কর-আল্লাহ এই শক্তি আমাদিগকে ভিক্ষা দাও আমরা যেন এক দমও তােমাকে না ভুলি। তােমার নাম যেন ঘুমে শয়নে-স্বপনে, মউতে, হাশরে, কবরে, মিজানে, পুলসেরাতে তােমার নাম লইতে লইতে, তােমার গুণ গাইতে গাইতে, তােমার জামালের দিদারের হাউসে কাবাব বন্‌তে বন্‌তে আমাদিগকে খাতেমা বিল খায়ের কর-আল্লাহ। রাব্বানা আতেনা ফিদুনিয়া। হাছানাতাও ওয়া ফিল আখেরাতে হাছানাতাও ওয়া কেনা আজাবান্নার। ওয়া ছাল্লেল্লাহু আলা খায়রে খালকিহি মােহাম্মাদেও ওয়া আলেহী ওয়াজ হাবেহী আজ মাইন বে রাহমাতেকা ইয়া আর হামার রাহিমীন।

আমীন, আমীন সুম্মা আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। (ফাতেহা শরীফের পরে খতম শরীফে পড়িবে।)

* ফাতেহা শরীফ, খতম শরীফ পড়ার নিয়মাবলীঃ
* মাজার জেয়ারতের নিয়মাবলীঃ

তথ্যসূত্রঃ বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা-পদ্ধতি

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel