গজলঃ পীরে যারে দয়া করে মুর্দা দেল তার জেন্দা হয়।

গজলঃ

পীরে যারে দয়া করে
মুর্দা দেল তার জেন্দা হয়।
অকূল সাগরের মাঝে
ডােবা নাৌকা ভেসে যায়।
সেই সাধকের প্রেম সুধা
আছে যেজন পিপাসায়,
ফায়েজ বিজলীতে তারাে
ইলমে বাতেন শিক্ষা হয়।

বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ)।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel