রহমতের গজলঃ যে দিলো করুনা করি যুগল‌ও নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন।

রহমতের গজলঃ

যে দিলো করুনা করি যুগল‌ও নয়ন,
উচিত কি নয় তার রূপ দর্শন।

যে মাবুদ ম‌ওলা আপনাকে আমাকে
একটি চক্ষুর বদৌলতে দুইটি চক্ষু দিলেন,
সে চক্ষু দিয়ে কি সেই মাবুদ ম‌ওলাকে
দেখা উচিত নয়!

যে দিল করুনা করি রশনা ললীত,
কেনরে গাওনা তার মহীমার গীত!

এত সুন্দর জবান যিনি দান করিলেন,
সে জবান দিয়ে আমরা দুনিয়াবি কত কথাই না বলি‌,
সাংসারিক কথা বলি, পারিবারিক কথা বার্তা বলি,

এত মধুর জবান দিয়ে কি
মাবুদ ম‌ওলাকে প্রান ভরে ডাকা উচিত নয়!

মহাকবি হাফেজ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel