বিশ্ব জাকের মঞ্জিলের পথে শত-শত বাঁশের ভুড়

1%2B%25286%2529
ছবি: https://bzmdorbar.blogspot.com/

মহব্বতে মানুষ কত কিছুই না করে,

যেমনঃ- ইতিহাসে আছে; হযরত ওয়ায়েস করনি বিশ্ব নবীর মহব্বতে নিজের দাঁত ভেঙ্গে ফেলার ঘটনা,সাহাবা (রাঃ) গন বিশ্ব নবীর মহব্বতে নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার ঘটনা আমাদের কাররই অজানা নয়। মহব্বতেরে আরেক নজির পাওয়া গেল এই একাবিংশ শতাব্দিতে এসে! দির্ঘ ৭০০ মাইল কেবল মাত্র বাসের ভুড়ের উপর চরে মাঝির মত বেয়ে নিজের ভালবাসার পাত্রের কাছে গিয়ে হাজির হওয়ার নজির পৃথিবীতে আর কোথাও ঘটেছে কিনা তা সকলের অজানা। এমনি ঘটনার নজির মিললো বিশ্ব জাকের মঞ্জিলা পাক দরবার শরীফের কিছু ভক্ত অনুরাগীদের ব্যবহারে।

বিশ্ব জাকের মঞ্জিল বিশ্ব সুন্নী তরিকা পন্থি দবরার গুলোর মধ্যে অন্যতম একটি সুন্নি দরবার। এর অবস্থান বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার অন্তরগত আটরশি গ্রামে। প্রাথমিক দিকে এটা একটি অজপাড়া গ্রাম হিসাবে পরিচিতি হলেও খাজা শাহসূফী ফরিদপুরীর আগমনের ফলে এই অজপাড়া গ্রামটিতে প্রায় শহরে পরিস্থিতি বিরাজ করছে এখন। হঠাৎ করে পবিবেশের পরিবর্তনের কারন সত্য ইসলামের আগমন। হ্যাঁ, এই অঞ্চলটি আগে ২২ রশির জমিদারদের শাসনে পরিচালিত হয়ে এসছিল। এই সময় কোন স্থানীয় মুসলমান কে ইসলামিক কোন ধর্মীয় অনুষ্ঠান করতে দিত না জমিদারেরা। এই অঞ্চলের মুসলমানেরা ঈদের দিন গরু-জোয়াল নিয়ে মাঠে চাষাবাদের জন্য যেত, কিন্তু বাবুদের দেবির পুজাতে তারা আগের কাতারে দর্শক হতো। স্থানীয় মুসলমানদের এই অজ্ঞতার মধ্যে থেকে হেদায়াতের আলোকবর্তিকা হিসাবে মহান আলাহর অশেষ রহমতে এখানে ১৩৫৪ সনে তাসরিফ রাখেন বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী।

1%2B%25283%2529
ছবি: https://bzmdorbar.blogspot.com/

তাঁর আগমনে যেন স্বর্গিয় দূত নেমেএলো এই অঞ্চলে মুসলমানদের হিন্দুয়ানি পন্থা থেকে মুক্তি দিতে। এখানে এসে তিনি মুসলিমদের কে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করিয়ে দেন। পথভোলা মুসলমান তাঁর দেখানো পথে অগ্রসর হতে থাকে। আস্তে আস্তে প্রচার হতে থাকে তাঁর এই ইসলামের খেদমতের কথা। গ্রাম, মাঠ, হাট-ঘাট পাড়ি দিয়ে শহরের পর শহর ছড়িয়ে পড়ে এই নবী প্রেমিকের, আল্লাহ প্রেমিকের কথা। মুসলিমদের কাছে তিনি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠেন, তাঁর আদর্শ দেখে শুধু মুসলমানই নয় পঙ্গপালের মত বিভিন্ন ধর্মের মানুষ ছুটে আসে তাঁর কাছে। এই আল্লাহর ওলী হযরত খাজাবাবা ফরিদপূরী (কুদ্দুছাছির রুহুল আজিজ) সাহেবের মহব্বতে আল্লাহ ও আল্লাহর রাসূলের ভালবাসা বুকে ধারণ করে নজিরবিহিন ভালবাসার বহির প্রকাশ ঘটল বিশ্ব জাকের মঞ্জিলে আগত মহা পবিত্র বিশ্ব উরস শরীফের বাঁশের ভুড়নিয়ে দেশের বিভিন্ন প্রান্থ থেকে আসা খাদেমদের খেদমতে। ফরিদপুর থেকে পঞ্চগড়েরে দুরুত্ব প্রায় ৭০০ মাইল, দিনাজপুর প্রায় ৬১৪ মাইল, ঠাকুর গাঁও প্রায় ৬৫৯ মাইল, লালমনির হাট প্রায় ৫৯০মাইল, রংপুর প্রায় ৬৩৫ মাইল, কুড়িগ্রাম প্রায় ৫৯৪ মাইল। এই রাস্তা শুধুমাত্র নদি পথে বাঁশ দিয়ে ভেলা তৈরি করে সেই ভেলাই রাত-দিন ভাসতে ভাসতে ফরিদপুরের আটরশিতে হাজির হয় রংপুর, দিনাজপুর, নিলফামারি, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, রাজবাড়ী, ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চলের জাকের বৃন্দ। উত্তরবঙ্গ থেকে ফরিদপুরে আসতে তাদের সময় লাগে প্রায় ১ মাস। এই পথ পদ্মা, মেঘনা, যমুনার হাজার স্রোত, বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপন পীরের দরবারে আল্লাহ ও আল্লাহর নবীর মহব্বতে নিজেদের পরিশ্রম দিয়ে হাজার ওলী-আউলিয়ার মিলনমেলা বিশ্ব উরস শরিফ কে সাঁজাতে, রান্না করতে, পেন্ডেল বানাতে তাদের এই বাঁশের খেদমত নিয়ে হাজির হয় তারা। আরামের বিছানা ছেড়ে, সুখের খানা ছেড়ে, আপন স্বজন ছেড়ে তারা কেবলমাত্র আল্লাহ ও আল্লাহর হাবিবের মহব্বতে নিজেদেরকে উৎসর্গ করে দূর দূরান্ত থেকে খেদমত নিয়ে আসে আপন পীরের মহব্বতে। একমাত্র আল্লাহ ও রাসুলের সন্তুষ্টির জন্য নিজের পালের গরু-ছাগল, ভেড়া-মহিশ, হাস-মুরগী নজরানা নিয়ে আসে উক্ত উরসে আগত ধর্মপ্রান মুসলমান ভাইবোনদের মেহমানদারী করাতে। এই ত্যাগ, এই শ্রম, এই ভালবাসা, বর্তমানে বিরল।

তথ্য সূত্র:

› https://bzmdorbar.blogspot.com/

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel