
রহমতের গজলঃ
হে উসায়নীল এসো একবার
প্রিয়তম বাসও লয়ে মদীনা
পাপাগনিরও তাপে দগ্ধ এ হৃদয়
যদি তুমি হও কিন্চিতও সদয়
কৃপা বারি তার বর্ষিবে নিশ্চয়
প্রেমের সন্চারও হৃদয়নি হবে
হে উসায়নীল এসো একবার
প্রিয়তম বাসও লয়ে মদীনা
ইহ পরকালে যেইখানে যাই
প্রেমও মুহাম্মদী বিনে গতি নাই।
হে উসায়নীল এসো একবার
প্রিয়তম বাসও লয়ে মদীনা
ইয়া রহমাতাল্লিল আলামিন…
…
বিনীত,
বিশ্ব জাকের মঞ্জিল