হোমপেজ জিকির ও গজল (লিরিক্স) গজলঃ কুতুবে জামানী তুমি মাহবুবে সোবাহানী।

গজলঃ কুতুবে জামানী তুমি মাহবুবে সোবাহানী।

277
রহমতের গজলঃ

গজলঃ

কুতুবে জামানী তুমি
মাহবুবে সোবাহানী,
তোমার-ই তরিকার ইমাম হয়
মোজাদ্দেদ আলফেসানী।

শেরপুরেতে জন্ম তোমার
আসিলা এনায়েতপুরে,
এই তরিকা করিতে প্রচার
পাঠায় তোমায় ফরিদপুরে।

চাইনা বাবা মানিক রতন,
চাই তোমার মেহেরবাণী,
তোমার-ই তরিকার ইমাম হয়
মোজাদ্দেদ আলফেসানী।

তরিকা করিতে প্রচার
কতই কষ্ট করিলা,
ত্বরাইবারে পাপী তাপী
কান্দ বসে একেলা।

আমরা তোমার অধম সন্তান
লওনা মোদের পাড়করি,
তোমার-ই তরিকার ইমাম হয়
মোজাদ্দেদ আলফেসানী।

অধম পাপী কেন্দে বলে
মিনতি তোর দরবারে,
মরনকালে দিও জায়গা
বিশ্ব জাকের মঞ্জিলে,

ত্বরাইয়া নিও মোদের তুমি
পাড়েরও কান্ডারী,
তোমার-ই তরিকার ইমাম হয়
মোজাদ্দেদ আলফেসানী।

বিনীত,
বিশ্ব জাকের মঞ্জিল