মুর্শিদী গজল
দয়াল নবীর নায়েব তুমি,
সেরহেনদীর আলো।
এনায়েতপুরের চেরাক তুমি
আটরশিতে জ্বালো।
শেরপুরে তে জন্ম তোমার
এলে এনায়েতপুরে,
তরিকা করিতে প্রচার,
পাঠাইলো ফরিদপুরে।
চাইনা বাবা অকুলও ধন,
চাই তোমার মেহেরবানী।
দয়াল নবীর নায়েব তুমি,
তরিকা করেছো প্রচার
আটরশিতে আসিয়া।
সারা বিশ্ব করেছো পাগল
বিশ্ব জাকের নাম দিয়া।
দয়াল নবীর নায়েব তুমি,
সেরহেনদীর আলো,
এনায়েতপুরের চেরাক তুমি
আটরশিতে জ্বালো।
শেরপুরেতে জন্ম তোমার
এলে এনায়েতপুরে,
তরিকা করতে প্রচার
পাঠাইলো ফরিদপুরে।
চাইনা বাবা অকুলু ধন
চাই তোমার মেহেরবানী।
দয়াল নবীর নায়েব তুমি।
তরিকা করেছো প্রচার
আটরশিতে আসিয়া
সারা বিশ্ব করেছো পাগল
বিশ্ব জাকের নাম দিয়া।
…
বিনীত: বিশ্ব জাকের মঞ্জিল