মুর্শিদী গজল
গজল নং-৮ : দয়াল মাঝিরে, পারের বেলা আর পারের নাইয়া নাই।
দয়াল মাঝিরে, পারের বেলা আর পারের নাইয়া নাই।
পার তুমি না করলে মাঝি আমার উপায় নাইরে মাঝি,
কুল কিনারা নাই। পারের আশায় পারের ঘাটে তােমার যে চাই,
পারের জন্য কান্দি মাঝি আমার পারের করি নাই। (২)
তােমার মতন মাঝি এ জগতে নাই। (২)
তােমার মতন দয়াল মাঝি এজগতে নাই। (২)
শামছু আমি পারের বেলা মুর্শিদ নামে বাধছি ভেলা,
এ নাম ধরে পার হইব নামে দিব যে দোহাই।
তাই দিন রজনী কেবল আমি মুর্শিদ গুন গাই। (২)
বিনীত:
গজলে শামছী, ছামায়ে রাব্বানী
মৌলভী সামসুদ্দীন আহমেদ এফ.এম
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল