রহমতের গজলঃ
ইয়া আল্লাহু!
ইয়া রাহমানু!
ইয়া রাহীম! (২)
মাওলা আমি গুনাহগারাে,
ক্ষমা তােমার শােভাচারাে,
করােহাে করােহাে ক্ষমা
মাবুদ মাওলা রাব্বানা।
করােহাে করােহাে ক্ষমা
মােহাম্মদ নাম উছিলায়।
ইয়া আল্লাহু!
ইয়া রাহমানু!
ইয়া রাহীম! (২)
ইয়া রাহমাতাল্লেল আলামিন। (২)
ইয়া শাফিয়াল মুজুনবীন।
ইয়া রাহমাতালি আলামিন।
ওঠো ওঠো ও আশেকান,
ওঠো ওঠো ও জাকেরান।
লও সবে এ মধুর নাম,
রহমত হইছে বরিষণ। (২)
ওঠো ওঠো ও মােমিনও,
ওঠো ওহে ও মুসলমান।
লও সবে এ মধুর নাম,
করা হবে পাপ মােচন। (২)
ওঠো ওঠো ও দেশবাসি,
ওঠো ওহে নর-নারী।
মনও প্রান উজার করি
ডাক এ নামও ধরি।
রহমতেরই বরিষনে
ধরা হইবে শান্তিময়। (২)
ঐ নামও জপিলে পরে,
ভজ্বালা চিরতরে।
অন্তর জ্বালা যাবে চলে,
দিল হবে তাের রওশনী। (২)
দিল খানি রওশন হলে,
দিলের আয়না যাবে খুলে,
অন্তর আয়নায় দেখতে পাবি
মন ভরে সাই নিরাঞ্জন। (২)
বিনীত,
বিশ্ব শান্তির মঞ্জিল (এনায়েতপুর)