রহমতের গজলঃ
রহমতও লই বারে,
প্রভু তবদ্বারে এসেছি।
দয়া করে দাও গো রহমত
দিলের ঝোলা পেতেছি।
ইয়া আল্লাহু,
ইয়া রহমানু,
ইয়া রাহিম।
ওঠো ওঠো জাকের ভাইবোন সবে,
রহমতও লইবারে।
ওঠো ওঠো জাকের সবে,
রহমতও লইবারে।
আওলিয়া সকলে উঠে,
আম্বিয়া সকলে লুটে।
আমরা সবাই ঘুমাইলে
কে দিবে রহমতের বোল।
ওঠো ওঠো জাকের সবে
ঘুমে কেন অচেতন!
আর রইয়োনা ঘুমে কেহ্
ধরোরে রহমতের বোল।
ইয়া আল্লাহু,
ইয়া রহমানু,
ইয়া রাহিম।
…
বিনীত,
বিশ্ব জাকের মঞ্জিল