রহমতের গজলঃ
রাসুল তোমারি কারনে,
বিশাল ভূবনে আল্লাহ জির পরিচয়।
না ছিল আকাশ,
না ছিল বাতাস,
না ছিল দুনিয়া দীপ্তি ময়।
রাসুল তোমারি কারনে,
বিশাল ভূবনে আল্লাহ জীর পরিচয়।
ইয়া নবী মোহাম্মদ,
পাপীর কান্ডার,
তোমাকে দিয়েছেন আল্লাহ
শাফায়াত এর ভারও।
বিনীত,
বিশ্ব জাকের মঞ্জিল