বিশ্বওলী হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব এইভাবে নিশির শেষভাগে রহমতের সময় নিবেদিত প্রাণে কাইন্দা কাইন্দা আল্লাহতায়ালা কে ডাকিবার শিক্ষা দিয়াছেন।
১/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
আল্লাহু নাম ধরে, যে জন ডাকে __
জাইগা নিশির শেষে __
রহমতের ঢল পড়িয়া __
গুনা যায় তার ভেসে __
আল্লাহু নাম ধরে, যে জন ডাকে __
জাইগা নিশির শেষে __
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
২/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শুন না __
না জানি কইরাছি আমি কি গুণা __
গুণার বুঝা মাথায় ল’য়ে মাওলা ডাকতেছি __
গুণার বুঝা মাথায় ল’য়ে মাওলা কানতেছি __
মাফ কইরা দাও মা’বুদ মাওলা এলাহী __
“ইয়া আল্লাহু কিছু ইয়া রহমানু ইয়া রাহিম”
৩/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
না জানিয়া কতো গুণা আমি করেছি __
না বুঝিয়া কতো গুণা আমি করেছি __
মাফ করে দাও মাবুদ মাওলা এলাহী __
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
৪/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
গুনাগারও বলে মাওলা দূরে ফেলে দিও না __
মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না __
রহমতের দ্বার হইতে না উম্মেদও কইরো না __
রহমত লইবারে মাওলা তব দ্বারে এসেছি __
দয়া করে দাও গো রহমত দেলের ঝোলা পেতেছি _
“ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
৫/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
হে খোদা করিম ও তুমি __
রহিম ও রহমান ও __
কাদের ও গাফফার তুমি __
সকলই তুমি জান __
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
৬/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
কিছু চাহিনে তোমারও নিকটে হে __
শুধু দর্শন আভিলাশ মনে __
ভবে রাজ অধিরাজ কর যদি __
কভু ধরিবে না মনে তোমা বিনে __
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
৭/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
মানব কুলে জম্ন নিয়ে __
মাওলার দর্শন চায়নি যে __
অনন্ত কাল বন্ধু ওগো __
অন্ধকারে ঘুরবে সেই __
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
৮/
“ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম “
হায় পতঙ্গ জ্বললি কতই __
অগ্নি কি তোর আপনজন __
বলতো শুনি কেমন মধুর __
সেই সাকীটির আলিঙ্গন __
বলতো শুনি কেমন মধুর __
তোর মাশুকেরই আলিঙ্গন __
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
৯/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
কে তুমি হে সখা আড়ালে থাকিয়া __
করিলে আমারই প্রাণ।।
ছলনা কৌশলে জগত বুঝালে _
এমনই মোহনী জান।।
রূপের মনহরো নিরূপম মনও _
এ রূপে ভরিয়া রূপ আবরণ।।
বহু রূপে রূপী নিত্য নব সাজে _
দেখাও রূপের শান।।
সৃষ্টির আড়ালে গোপন থাকিয়া _
বিদ্যুতে করিছ অভিনব ক্রিয়া।।
জ্ঞানী গুনী সবে তোমার চাতুর্য দেখিয়া _
হারায়ে বসেছে জ্ঞানও।।
কে তুমি হে সখা আড়ালে থাকিয়া __
করিলে আমারই প্রান।।
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
১০/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
স্বর্গ মর্ত সূরুজেতে যার তাজাল্লি ঢেউ খেলায় _
খোদা প্রিয় পীরও মোদের খাজাবাবা এ ধরায় _
তার দয়া তে জ্বলছে বাতি সবার দেলেতে।।
“ইয়া আল্লাহু কিছু ইয়া রহমানু ইয়া রাহিম”
আমার বাবার প্রেম সূধা আছেন যে জন পিপাসায় _
ফায়েজ যদি নিতে পার এলমে লাদুন্নী শিক্ষা হয়।
এলমে বাতেন নাহি যারও হাশরে সে অন্ধ রয় _
এশকে খোদা নাহি যার দোজখেতে সেই রয় _
শুন বলি জাকেরগণ করবে যদি দেল রওশন _
আমার বাবার পাক কদমে দেনা ঢেলে প্রান মন _
পীর যারে দয়া করে মুর্দা দেল তার জিন্দা হয় _
অকূল সাগরও মাঝে ডুবা নৌকা ভেসে রয়।
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
১১/
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
যে যাহারে ভালবাসে সে তো কভু ভুলে না
আল্লাহ্ তোমায় ভালবাসে
মাওলা তোমায় ভালবাসে
তুমি তাঁরে ভুইল না
“ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম”
মালিক আল্লাহপাক আমাদের সবাইকে নিশির শেষভাগে রহমতের সময় যেনো নিবেদিত প্রাণে কেঁদে কেঁদে এভাবে ডাকবার তৌফিক দান করেন।
– আ-মীন ।