
রহমতের গজলঃ
প্রেম যদি করবি রে মন,
প্রেম যদি শিখবি রে মন,
সব ছেড়ে চল মদিনায়।
আমার দয়াল নবী যে দেশে ঘুমায়।
আমার প্রানের রাসুল যে দেশে ঘুমায়।
আমার দয়াল নবীর আশেক যারা
নিশিতে ঘুমায় না তারা,
কেঁদে কেঁদে বুক ভাসায়।
আমার দয়াল নবী যে দেশে ঘুমায়।
আমার প্রানের রাসুল যে দেশে ঘুমায়।
তোরা দেখলে ছবি পাগল হবি,
কাঁদবি বসে নিরালায়।
আমার দয়াল নবী যে দেশে ঘুমায়।
আমার প্রানের রাসুল যে দেশে ঘুমায়।
বিনীত,
বিশ্ব জাকের মঞ্জিল