হোমপেজ আমল ও ওজিফা যিকিরে মুহাম্মদ (সাঃ)

যিকিরে মুহাম্মদ (সাঃ)

যিকিরে মুহাম্মদ (সাঃ)

আল্লাহর সামগ্রিক পরিবেশ সালাত করে, আমাদের আকাঁ মুহাম্মদ (সাঃ) এর উপর, এবং তাহার আলগণের উপর যাহারা আমাদের মাওলা। ইয়া রহমাতুল্লিল আলামিন আপনি আল্লাহ পাকের স্বরূপের আধার, দোজাহানের প্রধান আকর্ষণ, উভয় জগতের কেন্দ্রবিন্দু, দেহ ও মনের মধ্যাকর্ষণ শক্তি। আপনি মহান রবের স্বরূপের বৃত্ত, সৃষ্টি জগতের সকল কিছু আপনার বৃত্তকে কেন্দ্র করিয়া আবর্তিত হইতেছে এবং পরিণামে বৃত্তের মধ্যে মিশিতেছ। আপনি দেহ এবং মনের কেন্দ্রের আধার। এই দেহ ও মনের জ্যোতির কেন্দ্র হলেন আপনি রহমাতুল্লিল আলামিন। আপনার নামের মীম অক্ষর দ্বারা কারামত ওয়ালা আল্লাহ তাহারঁ নিরূপম সৌন্দর্য প্রকাশ করিতেছেন।

আপনি মহান রবের সালাত। স্বয়ং খোদা আপনার আশেক আর আপনি হলেন মাশুক তথা হাবিব। আপনার ইশকে মহান আল্লাহ সুসজ্জিত করিলেন দুজাহান। আল্লাহ তারঁ ফেরেস্তাসহ অভিরাম মাহফিল করিতেছেন আপনার স্মরণে। উভয় জাহানে একটাই মাহফিল আর সেই মাহফিলের নাম মুহাম্মদ মাহফিল। তামাম নবী, রসুল, অলী, আরেফ, আবদাল, মস্তান, যোগী ও মুনীদের জ্ঞান প্রদীপ হলেন আপনি। তারাঁ মুহাম্মদ নামের সীলমোহর হৃদয়ের গভীরে ধারণ করিয়াছেন বলেই তারাঁ বিশেষ মর্যাদায় সমাসীন।

আপনি মুমিনগণের অন্তরের নুর, আশেকদের প্রেমাস্পদ, জ্ঞানীগণের সূর্য, সমস্ত উলুমের শহর, ইরফানের মালিক ও প্রার্থীগণের আশ্রয়স্হল। আপনি হলেন বিজ্ঞানময় মূর্ত আল জীবন্ত কেতাব। আপনি খোদায়ী জগতের প্রভু, কাওসারের দাতা। আপনি সকল মুমিনের রূহানি শক্তি, সকল আলমের প্রতিপালক। মুহাম্মদ (সাঃ) আপনি আপনার অনন্য উপমা। আপনি জগৎ পিতা, পরমপুরুষ অব্যয়। উভয় জাহান আপনার নূরের মাজার। আপনি জান্নাত দানকারী, পাপনাশকারী, রেজেক বৃদ্ধিকারী। আপনার দাসদের অবস্থান মাকামে মাহমুদে।

আপনার আলোচনা সভা হয় লা মাকামে। আপনি কিবলা পরিবর্তনকারী ও কাবা নির্মানকারী৷ আপনি সালেকগণের ধ্যানের মনি। আপনি সমস্ত বিধানের সত্যায়নকারী ও পরিপূর্ণকারী। আপনি উভয় জগতের রুলমডেল, যা বি প্যাকটিক্যাল ও বি অন সাইন্স। আপনার বানী সর্বজনীন, আপনি জগৎ মাজার, আপনার পূজায় রত তামাম মাখলুকাত। আপনি আল কোরানের জান, সংগীতের সুর, কাব্যিক ছন্দ, দর্শনের দৃষ্টি৷ ও সংযমের মূর্তি। আপনি সুলতানে আলা, হিদায়েতে আলা, নিয়ামতে আলা, যিয়ারতে আলা, শাফায়াতে কুবরা এবং মাদাদ ফরমা।

(আর এফ রাসেল আহমেদ)