মুর্শিদী গজল
নবী প্রেমও সুধা পানও করো সবে,
মনও বেদনা যাতনা জুড়াইবে তবে,
খোদাপ্রাপ্তি তরও তবেই লাভ হবে,
নবী পদও বিনে ভবে সব ই মিছে।
যারও কারনে জগতও সৃজনও রে..
দেখো চন্দ্র সুর্য তারা শুন্য ভরে,
আছে অচল নিচল ধরাধরে,
নবী পদও বিনে ভবে সব ই মিছে।
কিছু চাহিনে তোমারও নিকটে হে..
শুধু দরশনও অভিলাষ মনে,
ভবে রাজ অধিরাজও করো যদি,
তবুও ধরিবেনা মনে নবী তোমা বিনে।
যদি জুড়াইতে চাহো মনজ্বলা ভব
বারিদিতরিতে চাহ ভেলা
মনো সাদ মিটাইয়া এই অবেলা গাও
গাও মোহাম্মদও সাল্লে আলা।
–
বিনীত: বিশ্ব জাকের মঞ্জিল