সুফী কবি নজরুলের দৃষ্টিতে পাক পাঞ্জাতনের মাহাত্ম্য

সুফী কবি নজরুলের দৃষ্টিতে পাক পাঞ্জাতনের মাহাত্ম্য

মুসলিম সমাজের কান্ড কির্তী দেখে সুফী কবি কাজি নজরুল ইসলাম বলেছেন, কেবল মুসলমানের লাগিয়া আসেনিকো ইসলাম, সত্য যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম। এজিদী মোল্লাতন্ত্রে নামাজ পড়ো, রোজা করো ও হজ্বের তাগিদ রয়েছে, কিন্তু তার কোন দর্শন বা উপলদ্ধিতা নেই। তপ-জপ করে আল্লাহ-আল্লাহ নাম জপো, লা ইলাহা ইল্লাল্লাহু জপো,আলহামদুলিল্লাহ জপো, সুবনাল্লাহ জপো, কিন্তু বাস্তব উপলদ্ধি নেই।

তাই মাওলানা রুমী (রহ:) ওয়াক্তিয়া নামাজ অন্ধের হাতের লাঠি স্বরুপ,অন্ধ যেমন লাঠি ছাড়া চলতে পারে না,যারা ওয়াক্তিয়া নামাজ ছাড়া অন্য কোন নামাজ বুঝে না,তারা ওয়াক্তিয়া নামাজ ছাড়া চলতে পারে না। কিন্তু যার চোখ আছে সে লাঠি ছাড়াই চলতে পারে। অন্ধের লাঠির দ্বারা অন্ধভাবে জ্ঞানী লোকের হয়রানী বহু হয়েছে কিন্তু অন্ধ এ লাঠি ছাড়েনি। লজ্জা জনক ব্যাপার হলো যে, অন্ধের লাঠি ওয়াক্তিয়া নামাজই মুসলিম বিশ্বের নামাজ নামে একমাত্র নামাজ।আধ্যাত্মিক জগতে আত্মার বিচার দ্বারা সৎ স্বভাব গঠনই হলো আসল নামাজ সমাজ এটা ভূলে গেছে।

তাই মাওলানা রুমী (রহ:) বলেছেন:কাফেরের আমল বানরের ন্যায়, তাই বলে বানর কখনও মানুষ হয় না। রমণীর ক্ষেত্রে বীর্য বপনের লক্ষে সন্তান পাওয়া, কিন্তু স্বপ্নে রমণীর ক্ষেত্রে বীর্য বপন করলে সন্তানতো পাওয়াই যায় না বরং কাপড়টি নষ্ট হয়। খোদাকে দেখা ভিন্ন লক্ষ দর্শন বিহীন নামাজ ফলহীন, অর্থহীন বরং ক্ষতিকর। [সুরা মাউন এর ৪–৬ আয়াত] তার প্রমান।

তাই মওলা আলী (আ:) বলেছেন, মানুষ যতক্ষণ অন্যায় অসত্যের বন্ধনে থাকে ততক্ষণই অদৃশ্য খোদার এবাদত করে এবং রাসুলগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। মওলা আলী (আ:) এও বলেছেন, মাওলা আলী আ: আর এমনি এমনি বলেন নাই যে, আমি কেবল তাহারই ইবাদত করি যাকে আমি দেখি।

সূত্রঃ  শানে পাক-পাঞ্জাতন পৃ:১৯।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel