মাওলা আলীর শান-মান: পর্ব-১৮

মাওলা আলীর শান-মান: পর্ব-১৮

দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ

أَبْشِرْ يَا عَلِيُّ، حَيَاتُكَ مَعِي وَ مَوتُك مَعِي.
“হে আলী! সুসংবাদ তোমার উপর। তোমার জীবন আমার সাথে আর তোমার মরণও আমার সাথে।”
সূত্র: (ইমাম আলী (আ.)-ইবনে আসাকির ২:৪৩৫,৯৪৭,মাজমাউয যাওয়াযেদ ৯:১১২,কানযুল উম্মাল ১৩: ১৪৪/৩৬৪৫৩)।

দয়াল রাসূল পাক (সাঃ) এর সাথে মাওলা আলীর প্রেমের গভীরতা কতো, তা উক্ত হাদিস দ্বারা সুস্পষ্ট বুঝা যায়। মাওলা আলী এবং দয়াল রাসূল (সাঃ) একে অপরের পরিপূরক। কচি গোলাপ ফুলের পাপড়ী যেমন একে অপরকে জড়িয়ে থাকে, ঠিক তেমনিভাবে দয়াল রাসূল (সাঃ) এবং মাওলা আলী জড়িয়ে আছে। একজনকে ছাড়া অন্যজনকে চিন্তা করা যায় না। তাঁরা কখনো ভিন্ন নয় বরং অভিন্ন স্বত্ত্বায় দুটি দেহে বিরাজমান।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।