হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) ইমাম হুসাইন (আঃ) এক জনৈক ব্যক্তিকে পাচঁটি উপদেশ দিয়েছিলেন!

ইমাম হুসাইন (আঃ) এক জনৈক ব্যক্তিকে পাচঁটি উপদেশ দিয়েছিলেন!

413
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

ইমাম হুসাইন (আঃ) এক জনৈক ব্যক্তিকে পাচঁটি উপদেশ দিয়েছিলেন!

জনৈক এক ব্যক্তি ইমাম হুসাইন (আঃ) এর নিকটে আরজ করলো, ইয়া ইবনা রাসুলুল্লাহ্, আমি গুনাহর মধ্যে জর্জরিত। আমার এ অবাধ্যতা থেকে পালানোর কোন পথ নেই। আমাকে আপনি উপদেশ দিন।
তখন ইমাম বলেনঃ “পাচঁটি কাজ আঞ্জাম দেয়ার পর তুমি যত ইচ্ছা পাপ করে যাও।”

উপদেশ গুলো নিম্নে তুলে ধরা হলো:

প্রথমটি হচ্ছেঃ “আল্লাহর রিযিক ভক্ষন করো না অতঃপর যত খুশী গোনাহ্ করো।”

দ্বিতীয়ঃ “আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাও তারপর যত পার গোনাহ্ কর।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

তৃতীয়ঃ “এমন স্থানে চলে যাও যেখানে আল্লাহ্ তোমাকে দেখবেন না, অতঃপর যত পার গোনাহ্ কর।”

চতুর্থঃ “যখন মালাকুল মৌত (মৃত্যুর ফেরেস্তা) তোমার রুহ্ কবজ করতে আসবে তখন যদি তুমি নিজেকে রক্ষা করতে পার তাহলে যত খুশী গোনাহ কর।”

পঞ্চমঃ “যখন আজাবের ফেরেস্তা তোমাকে আগুনে নিক্ষেপ করবে তখন যদি তা থেকে বাচঁতে পার তাহলে যত ইচ্ছা পাপ করে যাও।”

সূত্রঃ বিহারুল আনওয়ার, খন্ড ৭৮, পৃঃ নং ১২৬।