শবে বরাত সম্পর্কে ইমাম জাফর সাদেক (আঃ) যা বলেছেনঃ
ইমাম বাকির (আ.) কে শবে বরাত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন: ১৫ই শাবানের রাত শবে ক্বদরের পরে সবচেয়ে ফযিলতপূর্ণ রাত। মহান আল্লাহ তাঁর অপার দয়ায় বান্দাদের চাহিদাকে পূর্ণ এবং তাদের কৃত গুনাহকে ক্ষমা করেন। সুতরাং তোমরা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করো। কেননা এই রাত সম্পর্কে আল্লাহ শপথ করে বলেছেন: কোন ব্যাক্তি যদি এই রাতে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। তোমরা এই রাতে আল্লাহর কাছে এমনভাবে দোয়া চাও যেন তা কবুল হয়। এই রাতটি লাইলাতুল ক্বদরের ন্যায় আরেকটি গুরুত্বপূর্ণ রাত যা আমাদেরকে দান করা হয়েছে।
ইমাম জয়নুল আবেদীন (আ.) বলেছেন: যে ব্যাক্তি এই রাতকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, কেয়ামতে আল্লাহ সেই ব্যাক্তির অন্তরকে জীবিত রাখবেন যেদিন সকলের অন্তর মারা যাবে।
—মাফাতিহুল জিনান, দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা ২৬৭।