হোমপেজ বাণী ও উপদেশ বাবা লোকনাথ উপদেশ দিতে গিয়ে ভক্তদের প্রায়ই যা বলতেন

বাবা লোকনাথ উপদেশ দিতে গিয়ে ভক্তদের প্রায়ই যা বলতেন

924
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

বাবা লোকনাথ উপদেশ দিতে গিয়ে ভক্তদের প্রায়ই যা বলতেন

ভক্তদের উপদেশ দিতে গিয়ে বাবা লোকনাথ প্রায়ই বলতেন- প্রকৃত ব্রাহ্মণ কে জানিস? ব্রাহ্মণকুলে জন্ম হলেই ব্রাহ্মণ হওয়া যায় না। যিনি ব্রহ্মের স্বরূপকে উপলব্ধি করতে পারেন, সাধনার দ্বারা নিজের ক্ষুদ্র সত্তাকে যিনি বৃহত্তের মধ্যে বিলীন করে দিতে পারেন তিনিই প্রকৃত ব্রাহ্মন।

তারপর বলতেন, জীবনে প্রকৃত ব্রাহ্মণ দেখেছি মাত্র দুজন। আরবের মরুভূমির উপর দিয়ে যাবার সময় ‘আবদুল গফুর’ নামে এক মুসলমান ফকীরের সঙ্গে দেখা হয়। তিনি একজন শক্তিমান মহাসাধক। তাঁর বয়স তখন চারশো বছর। তবু এতটুকু ভেঙ্গে পড়েননি তিনি দেহে বা মনে। তিনি মহাযোগী। আর একজন ব্রাহ্মণ দেখেছি কাশীতে। তিনি হচ্ছেন মহাযোগী ত্রৈলঙ্গস্বামী। বহু দেশ ঘুরে বেড়িয়েছি, কিন্তু এঁদের মত ব্রহ্মজ্ঞানী পুরুষ কোথাও দেখিনি।

– শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী
– তথ্যসূত্র: “ভারতের সাধক ও সাধিকা” পৃষ্ঠাঃ ২৪৬, ২৪৭।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে