হোমপেজ আধ্যাত্মিক কবিতা তরিকতের দীপ্তিময় সূর্য মুজাদ্দিদে আলফেসানী (আধ্যাত্মিক কবিতা)

তরিকতের দীপ্তিময় সূর্য মুজাদ্দিদে আলফেসানী (আধ্যাত্মিক কবিতা)

তরিকতের দীপ্তিময় সূর্য মুজাদ্দিদে আলফেসানী (আধ্যাত্মিক কবিতা)

হিন্দুস্তানে মুজাদ্দিদে
ইমাম আহমদ রাব্বানী,
পাঞ্জাব সিরহিন্দেতে জন্ম
আলফেসানী মহাজ্ঞানী।

খলিফায়ে উমর বংশ
মাদ্রাসাতে তাঁর জ্ঞানচর্চা ,
পিতা পীরে আবদুল আহাদ
শ্রেষ্ঠ ওলির ধর্মচর্চা।

খাজা বাকিবিল্লা দীক্ষাগুরু
তরিকারই ছিলেন স্রষ্টা,
দীন ই ইলাহীর প্রতিবাদ
কন্ঠ মিল্লাতের হন দ্রষ্টা।

সম্রাট জাহাঙ্গিরের কর্তৃক
বন্দি গোয়ালিয়রই জেলে,
মাকতুবাদ শরীফের জনক
আল্লাহর এই ওলির কুলে।

লেখা- মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী,
প্রপৌত্র,পীর গোলাম সালমানী আব্বাসী রাহ.